হিরো কোম্পানির সবথেকে ভালো কয়েকটি বাইকের মধ্যে অন্যতম হল স্প্লেন্ডার। এই বাইকটি ভারতের বাজারের সবথেকে জনপ্রিয় কয়েকটি বাইকের মধ্যে একটি। এই বাইকের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বী হলো বাজাজের প্লাটিনা। তবে সম্প্রতি হিরো কোম্পানির এই স্প্লেন্ডার বাইক এর একটি নতুন ভার্সন লঞ্চ হয়েছে যেই বাইক মাইলেজ এবং ফিচারের দিক থেকে প্লাটিনা বাইকটিকে একেবারে ধুলোয় মিশিয়ে দিতে পারে। নতুন এই মোটরসাইকেলের নাম দেওয়া হয়েছে সুপার স্প্লেন্ডার। কোম্পানি সম্প্রতি নিজের পুরনো বাইকের মধ্যে কিছু পরিবর্তন নিয়ে এসে এই নতুন ভেরিয়েন্ট লঞ্চ করেছে। এই নতুন ভার্সন মানুষদের বেশ পছন্দ হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই বাইকের ব্যাপারে আরো বিস্তারিত।
হিরো কোম্পানির এই সুপার স্প্লেন্ডার বাইকটি আপনাকে দুর্দান্ত কিছু ফিচার দিতে চলেছে। এই বাইকে আপনারা পেয়ে যাবেন ডিজিটাল স্পিডোমিটার এবং ব্লুটুথ কানেক্টিভিটি। এই বাইকটিকে আপনি স্মার্ট ফোনের সাথে কানেক্ট করে খুব সহজেই ফোন কল করতে পারবেন এবং এসএমএস এলার্ট জারি করতে পারবেন। এর সাথেই এই বাইকে রিয়েল টাইম মাইলেজ, লো ফুয়েল টেকনোলজি, হাই বিম এবং i3S এর জানকারি দেওয়া হবে। এর সাথে সাথেই এই বাইকে ইউএসবি চার্জিং পোর্ট এবং স্লিম এক্সজাস্ট পাইপ দেওয়া হয়েছে।
হিরো কোম্পানির এই সুপার স্প্লেন্ডার বাইকে আপনি আপাতত তিনটি কালার অপশন পেয়ে যাবেন। এই বাইকটি ১২৫ সিসি সেগমেন্টের সব থেকে জনপ্রিয় বাইক হয়ে উঠতে চলেছে খুব শীঘ্রই। এই বাইকে আপনারা ১২৪.৭ সিসি এয়ার কুল ইঞ্জিন ইঞ্জিন পেয়ে যাবেন যা ১০.৭ bhp ম্যাক্সিমাম পাওয়ার এবং ১০.৬ nm টর্ক জেনারেট করতে পারে। এই বাইকে একটি ৫-স্পিড গিয়ার বক্স যুক্ত করা হয়েছে। এই বাইকে আপনি ৬৮ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ পেয়ে যাবেন। এই বাইকের সর্বাধিক স্পিড ৯০ কিলোমিটার প্রতি ঘন্টা। ৮৩,৩৬৮ টাকা মূল্যে আপনি এই বাইকটি কিনতে পারবেন।