দাম কমলো দু’চাকার, ৩০ হাজারে মিলবে ৮১ হাজার কিমির সুবিধা – HERO SPLENDOR PLUS
বর্তমানে দু’চাকা অত্যন্ত প্রয়োজনীয় একটি বাহন হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। নিত্যদিনের যাতায়াতের জন্য অনেকেই দু’চাকা ব্যবহার করে থাকেন। তবে এমন অনেকেই রয়েছেন যারা দু’চাকা ব্যবহার করতে চাইলেও সামর্থ্য অনুযায়ী দামে না পাওয়ায় কিনতে পারেন না। এবার তাদের জন্যই এলো সুখবর। ৩০ হাজারেই মিলবে বাইক। এই নিবন্ধের সূত্র ধরেই বিস্তারিত তথ্য প্রদান করা হল।
আসলে ‘বাইক দেখো’ ওয়েবসাইটে এই মুহূর্তে একাধিক সেকেন্ড হ্যান্ড বাইক বিক্রি হচ্ছে, যা পুরানো হলেও ভালো অবস্থাতে রয়েছে। নীচে মডেলগুলি উল্লেখ করে দেওয়া হল।
হিরো স্প্লেন্ডার প্লাস-
১) হিরো স্প্লেন্ডার প্লাসের ২০১৪-র মডেল ‘বাইক দেখো’ ওয়েবসাইটে ৩০ হাজারে বিক্রি হচ্ছে। এটি ৮১ হাজার কিমি দেবে। তবে এর বাজার মূল্য ৮০ হাজারের নীচে নয়। তবে এক্ষেত্রে এটি ৩০ হাজারেই প্রথম গ্রাহকের কাছ থেকে কিনতে পারবেন বর্তমান গ্রাহক।
২) হিরো স্প্লেন্ডার প্লাসের ২০১৭-র মডেল ‘বাইক দেখো’ ওয়েবসাইটে ৪০ হাজারে বিক্রি হচ্ছে। এটি ৩১ হাজার কিমি দেবে।
৩) হিরো স্প্লেন্ডার প্লাসের ২০১৮-র মডেলের জন্য ‘বাইক দেখো’ ওয়েবসাইটে ৪২ হাজার টাকা দাবি করা হচ্ছে। এই গাড়ি ২ হাজার ৪০০ কিমি দেবে।
৪) হিরো স্প্লেন্ডার প্লাসের ২০১৮-র মডেলের জন্য ‘বাইক দেখো’ ওয়েবসাইটে ৪৫ হাজার টাকা দাবি করা হচ্ছে। এই গাড়ি ১৭ হাজার ৫৭ কিমি দেবে।
৫) হিরো স্প্লেন্ডার প্লাসের ২০১৮-র মডেলের জন্য ‘বাইক দেখো’ ওয়েবসাইটে ৪৫ হাজার টাকা দাবি করা হচ্ছে। এই গাড়ি ২২ হাজার ৫০০ কিমি দেবে।
৬) হিরো স্প্লেন্ডার প্লাসের ২০১৮-র মডেল ‘বাইক দেখো’ ওয়েবসাইটে ৪৯ হাজারে বিক্রি হচ্ছে। এটি ১১ হাজার ৫০০ কিমি দেবে।