Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

ফের ধাক্কা! রাজ্যে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগে স্থগিতাদেশ হাইকোর্টের

রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে আবারও জটিলতা।সম্প্রতি রাজ্য সরকারের তরফে ইন্টারভিউয়ে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাকে ব্যাপক স্বজনপোষণ করা হয়েছে এবং নিয়ম মেনে সেই তালিকা প্রকাশ করা হয়নি, এই…

Avatar

By

রাজ্যের উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে আবারও জটিলতা।সম্প্রতি রাজ্য সরকারের তরফে ইন্টারভিউয়ে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাকে ব্যাপক স্বজনপোষণ করা হয়েছে এবং নিয়ম মেনে সেই তালিকা প্রকাশ করা হয়নি, এই অভিযোগে একাধিক চাকরিপ্রার্থী কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে।

এই মামলার শুনানিতে উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আদালতের তরফ থেকে জানানো হয়েছে, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া। আদালতে তরফ থেকে জানানো হয়েছে শুক্রবার আবারও এই মামলার শুনানি করা হবে। প্রসঙ্গত উল্লেখ্য উচ্চ প্রাথমিকে এবছর ১৪,৫০০ শিক্ষক নিয়োগের ঘোষণা করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকার।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

অন্যদিকে মামলাকারীদের দাবি, রাজ্য সরকারের তরফে যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে অসঙ্গতি রয়েছে এবং সেই তালিকা তৈরি করার ক্ষেত্রে ব্যাপক স্বজনপোষণ এবং দুর্নীতি হয়েছে। তার জেরে গত তালিকায় নাম থাকে অনেক যোগ্য প্রার্থীর নাম এই তালিকায় রাখা হয়নি। আদালতে এই অভিযোগে মামলা দায়ের করেছেন চাকরিপ্রার্থীরা।।

অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন রাজ্যে প্রচুর শূন্যপদ নিয়োগ করা হবে। পুজোর আগে উচ্চ প্রাথমিকে প্রায় ১৪,৫০০ এবং প্রাথমিকে ১০,০০০ পদে নিয়োগ হবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি ঘোষণা করে দিয়েছেন সব মিলিয়ে ৩২,০০০ শুন্য পদে নিয়োগ করা হবে। সকলকে আশ্বাস দিয়ে তার বক্তব্য এখানে শুধুমাত্র যোগ্য প্রার্থীদের অন্তর্ভুক্ত করা হবে লবী বাজি করার কোন প্রয়োজন হবে না।

About Author