Viral: হাওয়ায় রীতিমতো উড়ছে হরিণ! নেট দুনিয়ায় ভাইরাল হাই-জাম্পার হরিণের ভিডিও
বন্যপ্রাণীদেরকে একদম কাছ থেকে দেখতে দেখতে পছন্দ না করলেও হরিণের এই ভিডিও নেটিজেনদের খুবই ভালো লেগেছে
প্রায় সকলেই জীবনে একবার না একবার হলেও কোনো একটি বন্য প্রাণীকে একেবারে কাছ থেকে দেখতে পছন্দ করে। তাদের সাথে ভিডিও বানিয়ে, তাদের ছবি তুলে অনেকে স্মৃতি তৈরি করে রাখতে চান। তবে বর্তমান সোশ্যাল মিডিয়ার যুগে বন্যপ্রাণীদের এরকম কিছু ছবি বা ভিডিও খুব কমই আসে। তাই যে সমস্ত ছবি এরকম ভাবে আসে সেগুলি খুব সহজেই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। সম্প্রতি এরকমই একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাধারন হরিণ প্রায় ৭ ফুটের বেশি উচ্চতায় লাফ দিয়ে রাস্তার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছে। সত্যিই একটি সাধারন হরিণের জন্য এই বিষয়টি অত্যন্ত অবাক করার মত। তাই নেটিজেনরাও এই ভিডিওটি দেখে চমকে গিয়েছেন।
এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি, একটি পূর্ণবয়স্ক হরিণ রাস্তা পার হবার সময় এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সুবিশাল লাফ দিয়ে দিয়ে চলছে। হরিণ কিছুটা লাফ দিতে জানে, তবে সেটা এতটা নয় যে, এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাবে। ধীরগতিতে তোলা এই ভিডিওতে মোটামুটি বোঝা যাচ্ছে, এই একটি সাধারন হরিণ একবার লাফ দিয়ে প্রায় ৭ ফুট উচ্চতা গ্রহণ করে ফেলছে। এই ভিডিওতে ধীরে ধীরে আমরা দেখতে পাচ্ছি হরিণটির সেই লাফ দেওয়ার সম্পূর্ণ বিষয়টি।
তবে লাফ দেওয়ার সময় যে মাঝ রাস্তায় হরিণটি পড়ে যাচ্ছে সেরকম কিন্তু নয়। বরং, অত্যন্ত সুন্দরভাবে রাস্তার অন্য প্রান্তে অবতরণ করে জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়েছে ওই হরিণ। পাশাপাশি, এই ভিডিওতে আমরা একজন ব্যক্তিকে দেখতে পেলাম যিনি নিজের চোখে হরিণের এই অভূতপূর্ব কাজ পরিদর্শন করলেন। তিনি নিজেই নিজের ক্যামেরায় এই বিষয়টি রেকর্ড করলেন এবং ওয়াইল্ডলাইফ ইকো ফাউন্ডেশন নামের একটি টুইটার হ্যান্ডেলে শেয়ার করলেন।
নেট মাধ্যমে এই ভিডিওটি অত্যন্ত দ্রুত ভাইরাল হতে শুরু করেছে। একটি সাধারন হরিণের এরকম দক্ষতা দেখে সকলেই অত্যন্ত অবাক। একজন টুইটার ব্যবহারকারী লিখলেন, “বাহ, আর কোন হরিণের কাছ থেকে এরকম লম্বা লাফ আমি আজ অব্দি দেখিনি। এটা কিন্তু সত্যি উড়ছে।” অন্যদিকে আরেকজন টুইটার ব্যবহারকারী লিখলেন, “আমি একটি হরিণ কি আমার জিপে লাফ দিতে দেখেছি। সে সত্যিই একজন অলিম্পিক স্তরের জাম্পার ছিল।” তবে, সাধারণভাবে কোন হরিণ এতটা দূর পর্যন্ত লাফ দিতে পারে কিনা সেই নিয়ে সন্দেহ রয়েছে। হিংস্র জন্তুদের শিকারের তালিকায় হরিণ সবার প্রথম দিকেই থাকে। তাই কার্যত তাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য খুব জোরে দৌড়াতে এবং লাফ দিতে পারে হরিণ। কিন্তু, এতটা দূর পর্যন্ত লাফ দেওয়া হয়তো কেউ দেখেনি। তাই হরিণের এই ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।
And the gold medal for long & high jump goes to…….@ParveenKaswan
Forwarded as received pic.twitter.com/iY8u37KUxB— WildLense® Eco Foundation 🇮🇳 (@WildLense_India) January 15, 2022