নিউজপলিটিক্স

বড় ধাক্কা তৃণমূলের, ভাটপাড়া পুরসভার অনাস্থা ভোট খারিজ হাইকোর্টের

Advertisement

ভাটপাড়া পুরসভায় পুরপ্রধান সৌরভ সিংহের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের ফলে ২ জানুয়ারি ভাটপাড়া পুরসভায় অনাস্থা ভোট ছিল। ভোটের কারণে স্বভাবতই সকাল থেকে ভাটপাড়া নিরাপত্তায় ঘেরা। প্রচুর পুলিশও ছিল এলাকাজুড়ে। দাবি অনুযায়ী বোর্ড ছিল বিজেপির হাতেই।

মোট আসন সংখ্যা ছিল ৩৫ টি। তারমধ্যে সিপিএম একটি আসন ছিল, ১৮ জন কাউন্সিলর ছিল তৃণমূলের সঙ্গে। কিন্তু বৃহস্পতিবার বিজেপির কোন কাউন্সিলরই ভোট দিতে না আসায় ১৯-০ তে ভোটে শাসকদল জয়ী হয়।

আরও পড়ুন : প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ প্রত্যাখ্যান কেন্দ্রের, মমতা বললেন ‘বাংলার অপমান’

কিন্তু তৃণমূলের এই আনন্দ খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। হেরে যাওয়ার পর অর্জুন সিং তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে যে তারা নিয়ম ভেঙেছে এবং হাইকোর্টে গিয়ে এর বিরুদ্ধে অভিযোগ করার কথা বলেন তিনি। এরপর বিজেপি কলকাতা হাইকোর্টে গেলে হাইকোর্টের বিচারপতি জানায় অনাস্থা প্রস্তাব সম্পূর্ণ বেআইনি।

তবে বিজেপিতে চলে গেলেও বেশ কিছু কাউন্সিলার আবার ফিরে আসে তৃণমূলে। কিন্তু হাইকোর্টে রায়ে ভাটপাড়া পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব কে বেআইনি ঘোষণায় হতাশ হয় তৃণমূল।

Related Articles

Back to top button