Higher pension: বেশি পেনশন পেতে পড়লো ১৭ লক্ষ আবেদন, আপনি কি আবেদন করেছেন?
সোমবার পর্যন্ত রাজ্যে বর্ধিত পেনশনের জন্য ৩১ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে
বেশি পেনশন পাওয়ার জন্য প্রভিডেন্ট ফান্ডের আওতায় আবেদন করতে চান? আপনাদের জানিয়ে রাখি এই সম্পূর্ণ সময়সীমা কিন্তু আজকেই হয়ে যেতে চলেছে শেষ। সোমবার পর্যন্ত গোটা দেশে ১৭ লক্ষ পেনশনভোগী আবেদন করেছেন। কিন্তু সকলেই কি বেশি পেনশন পেয়ে যাবেন? ওয়াকিবহাল মহল বলছে নানা কারণে বহু পেনশনভোগীর আবেদন বাতিল হতে পারে। শ্রম মন্ত্রকের নির্ধারিত যে মাপকাঠি সেটাই তারা এখনো পর্যন্ত পূরণ করতে পারেননি। সেই কারণে অনেকেই আছেন যারা বেশি পেনশন পাবেন না।
এবার দেখে নেওয়া যাক বেশি পেনশন পাওয়ার জন্য কোন ব্যক্তিকে ঠিক কোন শর্ত পূরণ করতে হবে। এক্ষেত্রে প্রাথমিক শর্ত হলো চাকরিতে থাকাকালীন কোন আবেদনকারীর বেতন যদি ১৫ হাজার টাকার বেশি হয়ে থাকে তাহলে তাকে পিএফ কাটাতে হবে। অনেকেই এটা করেন কিন্তু এই অংশ তারা পেনশনের জন্য ব্যবহার করেন না। কিন্তু যদি তাদেরকে অতিরিক্ত পেনশন পেতে হয় তাহলে এই টাকা তাদেরকে জমা দিতে হবে। আবেদনপত্র দেখার পরে সেই টাকার পরিমাণ কতটা হবে সেটাই জানাবে প্রভিডেন্ট ফান্ড দপ্তর। যদি টাকা জমা না হয় তাহলে পেনশন পাওয়া যাবে না এবং আবেদন বাতিল হয়ে যাবে।
আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনকারীদের বেতন এবং নো ইওর কাস্টমার নথি প্রভিডেন্ট ফান্ড দফতরে জমা দিতে হবে। আবেদন করলেই অতিরিক্ত পেনশন পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। এখনো পর্যন্ত রাজ্যে বর্ধিত পেনশন পাওয়ার জন্য ৩১ হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে এখন পর্যন্ত মাত্র ৭৩৬ টি আবেদন জমা পড়েছে। তবে বাকি আবেদন কি হবে তা নিয়ে এখনো সংশয় রয়েছে। এদিকে নিয়ম অনুসারে যে যোগ্য গ্রাহকরা মাসে ৫০০০ টাকা বা ৬৫০০ টাকার বেশি জমা করেছেন, এই অপশনটা তাদের জন্য খোলা রয়েছে। প্রভিডেন্ট ফান্ড দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল বাড়তি সুবিধা পাওয়ার জন্য নিজেদের কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট গ্রাহকরা নির্দিষ্ট ফর্মে আবেদন করতে পারেন। যদিও ১লা সেপ্টেম্বর ২০১৪ বা তার পরে যারা অবসর নিয়েছেন তাদের জন্যই এই বেশি পেনশনের অপশনটা রয়েছে।