বঙ্গোপাসাগরে ঘূর্ণাবর্ত। সেই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে নিম্নচাপের রূপ নিতে পারে। তার জেরেই রাজ্যে বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গের পাঁচ ও উত্তরের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। এছাড়া রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷
অপরদিকে বঙ্গোপসাগরের পাশাপাশি এখন আরব সাগরও উত্তাল। আরব সাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে৷ এই ঘূর্ণিঝড়ের নাম ‘হিক্কা’। আরব সাগরে ধেয়ে আসছে এই ‘হিক্কা’ ঘূর্ণিঝড়। হিক্কার অভিমুখ ওমানের দিকে।
ঘূর্ণিঝড় হিক্কার জেরে সোমবার থেকে আগামী পাঁচ দিন গুজরাত, মধ্যপ্রদেশ, গোয়া, কোঙ্কন উপকূল, কেরল ও গঙ্গা সংলগ্ন পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷
আগামী ২৪ ঘণ্টায় ঘূর্ণিঝড় হিক্কা আরও শক্তিশালী হবে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড় ধেয়ে আসতে চলেছে গুজরাটের উপকূলবর্তী অঞ্চলে। আগামী ৩৬ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।