কলকাতা: এ রাজ্যের বাঙালিদের জন্য সুখবর আগেই দিয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এমন কোনও বাঙালি বোধ হয় এই পৃথিবীতে নেই, যে ইলিশ মাছ খেতে ভালোবাসে না। আর সেটা যদি পদ্মার ইলিশ হয়, তাহলে তো কোনও কথাই নেই। কিন্তু সেই পদ্মার ইলিশ রফতানিতে ২০১২ সালে নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ। কিন্তু সাময়িকভাবে সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শেখ হাসিনার সরকার। আর এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ফলে সোমবার সন্ধ্যে এ রাজ্যে ঢুকেছে ১২ টন পদ্মার ইলিশ।
ইলিশ রফতানির ক্ষেত্রে বিশেষ অনুমতি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাত্র ৯ সংস্থাকে রফতানির অনুমতি দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে বাংলাদেশ পেট্রাপোল সীমান্ত দিয়ে ১২ টন পদ্মার ইলিশ ঢুকেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে এ রাজ্যকে এটাই দেওয়া পুজোর উপহার।