Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কাল থেকে খুলছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট মিউজিয়াম

Updated :  Friday, October 2, 2020 3:47 PM

কলকাতাঃ প্রায় ছয় মাস পর আবার খুলতে চলেছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মিউজিয়াম। করোনা আবহে সকল বিধি মেনেই সম্পূর্ণ নতুনভাবে সেজেছে এই মিউজিয়াম। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এর বর্তমান প্রিন্সিপাল বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন জয় কিষাণেরও কিছু বিষয় থাকবে গ্যালারিতে।

এছাড়াও থাকবে প্রথম এভারেস্ট অভিযানে অভিজ্ঞ শেরপার ব্যবহৃত জিনিসপত্র নিয়ে একটি নতুন গ্যালারি, এক মহিলা অভিযাত্রীর ব্যবহৃত জিনিসপত্রও থাকছে নব কলেবরের এই মিউজিয়ামে। প্রায় বহু দিন পর করোনা আবহে খুলছে এই মিউজিয়াম। রাজ্যের পরিস্থিতি একটু স্বাভাবিক হতে না হতেই এক এক করে খুলছে সিনেমা হল এবং অন্যন্য সব কিছু। খুলে গেছে চিড়িয়াখানা এবং শুরু হয়েছে মেট্রো পরিষেবা।

আগামিকাল শুক্রবার ২ অক্টোবর সকাল থেকে পর্যটকদের জন্য ফের খুলে দেওয়া হচ্ছে এই মিউজিয়াম। আশা করা হচ্ছে সব নিয়ম মেনেই করোনা বিধি মেনেই এই মিউজিয়ামে দর্শকদের ঢুকতে দেওয়া হবে।

প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন মোট ৩,২৭৫ জন। এ নিয়ে রাজ্য মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৬০,৩২৪ জন। ১ অক্টোবর অনুযায়ী রাজ্যে অ্যাক্টিভ করোনা আক্রান্তের সংখ্যা ২৬,৫৫২ জন। সরকারি বুলেটিন অনুযায়ী এ নিয়ে করোনার কোপে মোট প্রাণ হারিয়েছে  ৫,০১৭ জন। অন্যদিকে রাজ্যে সুস্থতার হার কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে চিকিৎসকদের। এখনও পর্যন্ত রাজ্যের সুস্থতার হার ৮৭.৮৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছে ২,৯৯৬ জন। সব মিলিয়ে রাজ্যে সুস্থ হয়েছে মোট ২,২৮,৭৫৫ জন।