Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শরীর থেকে খুলে পড়ছে পোশাক, সাহসী লুকে ধরা দিলেন ‘উত্তরণ’ এর নায়িকা রেশমি

Updated :  Tuesday, November 17, 2020 6:18 PM

‘বিগ বস ১৩’ র ঘরে ছিলেন রেশমি। নাহ বিগ বস দিয়ে তার যাত্রা শুরু নয়। শুরু হয়েছিলো ২০০২ এ অসমীয়া ভাষায় ‘কন্যাদান’ মুভি দিয়ে শুরু। কিন্তু বেশি জনপ্রিয়তা পান হিন্দি সিরিয়াল দিয়ে। ‘কালর্স টিভি’ দিয়ে যখন ‘উত্তরণ’ এর যাত্রা করেন রেশমি তখন থেকেই জনপ্রিয়তার শিখরে ওঠেন এই সুন্দরী টেলি অভিনেত্রী।

শরীর থেকে খুলে পড়ছে পোশাক, সাহসী লুকে ধরা দিলেন 'উত্তরণ' এর নায়িকা রেশমি

ছেলেবেলায় দুঃসহ যন্ত্রণার মধ্যে দিয়ে কাটিয়েছিলেন। কন্যা সন্তান হয়ে জন্মানোর জন্য পরিবারের অবহেলা কুড়িয়েছিলেন। একবার বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন। কিন্তু সেই যন্ত্রণা থেকে বেড়িয়ে এসে জীবনকে প্রতিষ্ঠা করতে পেয়েছিলেন ‘উত্তরণ’ এর তপস্যা।

শরীর থেকে খুলে পড়ছে পোশাক, সাহসী লুকে ধরা দিলেন 'উত্তরণ' এর নায়িকা রেশমি

বলিউড তারকা থেকে রেশমি কোন অংশে কম নয়। দিন দিন তার গ্ল্যামার বেড়েই যাচ্ছে। ‘উত্তরণ’ করে প্রায় ৮ টির মতন পুরস্কার জিতে নিয়েছিলেন তিনি।

শরীর থেকে খুলে পড়ছে পোশাক, সাহসী লুকে ধরা দিলেন 'উত্তরণ' এর নায়িকা রেশমি

সম্প্রতি তার কিছু ফটোশ্যুট সকলের নজর কেড়েছে। সিলভার মেটালিক ড্রেসে সাহসী পোজ দিলেন অভিনেত্রী।

শরীর থেকে খুলে পড়ছে পোশাক, সাহসী লুকে ধরা দিলেন 'উত্তরণ' এর নায়িকা রেশমি

লো নেক ড্রেসে উত্তাপ ছড়াচ্ছেন অভিনেত্রী রেশমি দেশাই।

রেশমিকে এমন বোল্ড অবতারে আগে কখনো দেখা যায় নি। ২০১৫ সালে উত্তরণে তার সহ-অভিনেতা নন্দিশ সন্ধুকে ডিভোর্স দেন রেশমি। এরপরেই তার কেরিয়ার বিরাজ করে মধ্য গগনে। দিন দিন তাঁর যশ ও জৌলুস দুইই বৃদ্ধি পাচ্ছে।

শরীর থেকে খুলে পড়ছে পোশাক, সাহসী লুকে ধরা দিলেন 'উত্তরণ' এর নায়িকা রেশমি