অরূপ মাহাত: দুই দশকের বিতর্কের অবসান হলো। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বাধীন পাঁচ সদস্য বিশিষ্ট সুপ্রিমকোর্টের বিশেষ বেঞ্চ জানিয়ে দিল, বিতর্কিত জমিতে গড়ে উঠবে রামমন্দির। পরিবর্তে অন্যত্র ৫ একর জমি দেওয়া হবে সুন্নি ওয়াকফ বোর্ডকে। যেখানে গড়ে তোলা হবে বাবরি মসজিদ। সেই মসজিদ গড়তে ওয়াকফ বোর্ডকে সাহায্য করতে এগিয়ে আসবে হিন্দু ভাইয়েরাও, এমনটাই জানালেন স্বঘোষিত ধর্মগুরু বাবা রামদেব।
আরও পড়ুন : অযোধ্যা রায়ের পর মমতাকে সরাসরি ফোন অমিত শাহের
সুপ্রিমকোর্টের এদিনের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে তিনি জানান, ‘অযোধ্যায় একটি বিশাল রামমন্দির গড়ে তোলা হবে।’ শুধু তাই নয়, ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের যে প্রাচীন সংস্কৃতি তার উপর ভরসা রাখার কথাও বলেন তিনি।
অযোধ্যার বিতর্কিত জমি হিন্দুদের ছেড়ে দিয়ে অন্যত্র বাবরি মসজিদের জন্য জমি বেছে দেওয়ার রায়কে স্বাগত জানিয়েছেন এই হিন্দু ধর্মগুরু। সুপ্রিমকোর্টের রায়কে সম্মান জানিয়ে হিন্দু মুসলিম ভেদাভেদ ভুলে মসজিদ গড়তে হিন্দুদের এগিয়ে আসার কথা বলেন তিনি। এদিন এক ট্যুইট বার্তায় তিনি বলেন, ‘আমার বিশ্বাস হিন্দু ভাইয়েরাও মসজিদ গড়ার কাজে এগিয়ে আসবে।’