Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Hiya Dey: ‘এটা নাচ নাকি অন্যকিছু’, ‘ও আন্তাভা’তে ভিডিও বানিয়ে কটাক্ষের শিকার হিয়া

Updated :  Wednesday, February 2, 2022 11:09 AM

হিয়া দে ছোটপর্দার পরিচিত একটি মুখ। অনেক ছোট বয়স থেকেই অভিনয় জগৎ-এর সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। তার অভিনয় শুরু থেকেই নজরে এসেছিল দর্শকদের। ক্ষুদে শিল্পী হিসেবে দর্শকমহলে বেশ পরিচিতি পেয়েছিলেন হিয়া দে। ‘পটল কুমার গানওয়ালা’য় তার অভিনয় প্রশংসিত হয়েছিল দর্শকমহলে। কোন না কোন কারণে নেটিজেনদের মধ্যে চর্চায় থাকে নেই ক্ষুদে শিল্পী।

সোশ্যাল মিডিয়ায় নিজের অ্যাকাউন্ট থেকে হিয়া ভালোই অ্যাক্টিভ। প্রায়ই নিজের নানা ছবি ও রিল ভিডিও শেয়ার করে থাকেন নেটদুনিয়ায়। সম্প্রতি দক্ষিণী ব্লকবাস্টার হিট ছবি ‘পুষ্পা: দ্যা রাইজ’এর অন্যতম জনপ্রিয় গান ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’র তালে কালো শাড়িতেই নিজের বাড়ির ছাদে ইনস্টারিল বানিয়েছেন হিয়া। তবে এই রিল ভিডিও শেয়ার করার পর থেকেই সে আবারও নেটিজেনদের একাংশের মাঝে কটাক্ষের শিকার হয়েছে।

সম্প্রতি অভিনেত্রী হিয়া দে কালো প্রিন্টেড শাড়িতে একেবারে বং লুকে বানিয়েছিলেন এই রিল ভিডিওটি। এই সাজে আরো বেশ কয়েকটি রিল ভিডিও বানিয়েছেন তিনি, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে। সম্প্রতি ‘ও আন্তাভা’তে রিল ভিডিও বানানোর পরেই তাকে শুনতে হয়েছে একাধিক কুরুচিকর মন্তব্য। কেউ বলেছেন, বাজে নাচ; আবার কেউ বলেছেন, এটা নাচ নাকি অন্য কিছু। এমন একাধিক মন্তব্য পরেছে তার রিল ভিডিওতে।

তবে এই সমস্ত মন্তব্যকে এড়িয়ে চলতেই হিয়া বেশি পছন্দ করেন। তবে এবারেও তার অন্যথা হয়নি। তিনি নিজের মর্জি মতোই কাজ করতে স্বচ্ছন্দ। বর্তমানে তিনি স্টার জলসার ‘ফেলনা’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করছেন। এমনকি ইতিমধ্যেই অংশুমান প্রত্যুষ পরিচালিত ‘নির্ভয়া’ ছবিতে অভিনয় করে ফেলেছেন তিনি।

MORE RELATED