Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

শাড়ির পল্লু খুলে দারুণ রোমান্স করলেন মোনালিসা, একা দেখুন এই গানের ভিডিও

Updated :  Friday, July 7, 2023 2:37 PM

অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম মোনালিসা। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসারও করছেন তিনি। থেকে থেকেই সেই ঝলক মেলে তার সোশ্যাল মিডিয়ার পাতায়।

এই মুহূর্তে ভোজপুরি দর্শকদের একাংশের মাঝে ভাইরাল হতে দেখা গিয়েছে মোনালিসার একটি পুরনো ঝলক। সেটি ‘ভোজপুরিয়া টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকেই প্রায় তিনবছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ঝলকে নিজের স্বামী বিক্রান্ত সিংয়ের সাথে রোমান্স করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। বর্তমানে তাদের একসাথে দেখে খুশি তাদের ভক্তরাও। ইতিমধ্যেই তাদের এই রোমান্টিক ঝলক পৌঁছে গিয়েছে ১১ লাখেরও বেশি মানুষের কাছে। আপাতত এই ঝলকের সূত্র ধরেই চর্চিত এই তারকা জুটি। রইল সেই ঝলকই।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি জনপ্রিয় ভোজপুরি ছবি ‘সাঁইয়া তুফানি’র। আর এই ছবিতেই একে অপরের বিপরীতে অভিনয় করেছিলেন বিক্রান্ত ও মোনালিসা। এই ছবিরই অন্যতম জনপ্রিয় গান ‘ডুবাল বা পাগ মে’র তালেই পর্দার সামনে রোমান্টিক হয়েছিলেন তারা। উল্লেখ্য গানের কথা দিয়েছিলেন অরবিন্দ তিওয়ারি। সুর দিয়েছিলেন আমান শলক। আর এই উল্লেখ্য গানটি ছবিতে খুশবু জৈন ও আলোক কুমারের কন্ঠেই শোনা গিয়েছিল। নিজেদের প্রিয় তারকা জুটিকে পুনরায় পর্দায় একসাথে দেখে খুশি তাদের অগণিত ভক্তমহলও। সেকথা অবশ্য কমেন্টবক্সে নজর রাখলেই স্পষ্ট হবে।