লকডাউন এর মধ্যেই ভিড়ে ঠাসাঠাসি অবস্থায় অপেক্ষারত মহিলা জনধন একাউন্টের গ্রহকেরা
মলয় দে নদীয়া: লকডাউন ব্যাহত মূলত অনিয়ন্ত্রিত বাজার, এবং সঠিক তথ্য গ্রাহকদের মধ্যে না পৌঁছাতে পাড়ায় ব্যাঙ্কগুলির সামনে রোদ্দুরে ঠাসাঠাসি ভীড়, অস্বাস্থ্যকর পরিবেশ। গতকাল এবং আজ প্রায় প্রত্যেক ব্যাংকের সামনে প্রচুর লোক সমাগম দেখাগেলো। এর মধ্যে বেশির ভাগই মহিলা জনধন একাউন্ট এ প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত 500 টাকা জমা হয়েছে কিনা তা দেখার জন্যই কাতারে কাতারে মানুষ সারাদিন ব্যাপী, প্রচন্ড রৌদ্র উপেক্ষা করে লকডাউন এর মধ্যেই ভিড়ে ঠাসাঠাসি অবস্থায় অপেক্ষারত। অথচ প্রতিটা ব্যাংকের কিয়ক্স, ইএসপিএন, শাখাগুলিতে কবে কোন তারিখে টাকা ঢুকবে তার তালিকা পাঠিয়ে দেওয়া হয়েছিল।
অ্যাকাউন্ট খোলার সময় প্রদত্ত মোবাইল নাম্বারে ম্যাসেজও ঢুকেছে, তবুও ব্যাংকের বইটি আপডেট করিয়ে পুনঃ নিশ্চিত করানোর অতি উৎসাহী গ্রাহক অযাচিত ভিড় জমিয়েছিল আজ। এমনিতেই সমস্ত সরকারি পেনশন দেবার সময় বাড়তি চাপ ছিল ব্যাঙ্ক গুলিতে। ভুল তথ্য শুনে অনেক পুরুষ গ্রাহক ব্যাংক একাউন্টে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত 500 টাকা ঢুকেছে কিনা তা দেখার জন্য বাড়তি ভীড় করেছিল। বেশ কিছু জায়গায় উজালা প্রকল্পের বিনামূল্যে গ্যাস পাওয়ার সঠিক পদ্ধতি না জেনেই ভীড় করেছিল গ্যাস অফিস গুলির সামনে।