হোম লোন গ্রহণকারীদের রাতে ঘুম উড়িয়ে দিয়েছে আরবিআই, জানুন কিভাবে

যারা হোম লোন গ্রহণ করেছিলেন তাদের রীতিমতো রাতের ঘুম উড়িয়ে দিয়েছে আর বি আই। একটি নতুন ঘোষণা জারি করে ইএমআই নিয়ে একটা বড় বিবৃতি দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতীয়…

Avatar

যারা হোম লোন গ্রহণ করেছিলেন তাদের রীতিমতো রাতের ঘুম উড়িয়ে দিয়েছে আর বি আই। একটি নতুন ঘোষণা জারি করে ইএমআই নিয়ে একটা বড় বিবৃতি দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাংক আবারও রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। এবারে আর বি আই গভর্নর শক্তি কান্ত দাস তিনদিনের মুদ্রা নীতি পর্যালোচনা বৈঠকের পরে বলেছেন, আর বি আই আবারও রেপো রেট পরিবর্তন করার সিদ্ধান্ত থেকে বিরত থাকতে চলেছে। বর্তমানে রেপো রেট রয়েছে ৬.৫ শতাংশ।

২০২২ ২৩ আর্থিক বছরের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংকের পঞ্চম মুদ্রা নীতি সভায় আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন রেপোরেট এখনো স্থিতিশীল থাকবে। এই রেপোরেট এখনই বৃদ্ধি করার কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে কম হবে না রেপোরেট। বৈঠকে উপস্থিত ৬ জনের মধ্যে ৫ জন এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। ব্যাংকের অবস্থানকে এখনো অস্থায়ী প্রত্যাহার হিসেবে বর্ণনা করা হচ্ছে।

তথ্য অনুসারে এখন আরবিআই গভর্নর শক্তি কান্ত দাশ বলছেন যে, ২০২২ ২০২৩ আর্থিক বছরে জিডিপি বৃদ্ধি হয়েছে ৭ শতাংশ। আর বি আই এর আগে ৬.৫ শতাংশ বৃদ্ধি অনুমান করেছিল। এখন তৃতীয় ত্রই মাসিকে ৬.৫ শতাংশ হয়েছে বৃদ্ধি। মনে করা হচ্ছে চতুর্থ ত্রৈ মাসিকে ৬ শতাংশ বৃদ্ধি করা হবে। সেই কারণেই বিগত কয়েকটি বৈঠকে রেপোরেট একই রাখার সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। এই বৈঠকটি ২০২২ ২৩ আর্থিক বছরের পঞ্চম বৈঠকে স্থিতিশীল রাখার কথা ঘোষণা করা হয়েছিল। তাই এখন আর বি আই এর মূল লক্ষ্য মুদ্রাস্ফীতি হার ৮% এর নিচে নিয়ে আসা।