পুরভোটের আগে রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী-রাজ্যপাল

আর কয়েকমাস পরেই পুরভোট। এই পুরভোটের আগেই বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ এই বৈঠক হবে। সূত্রের খবর অনুযায়ী, রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রসঙ্গই এই বৈঠকের আলোচনার বিষয়। রাজ্যপাল এই প্রসঙ্গে বলেছেন যে তার অনুরোধে বৈঠক করা হচ্ছে।

এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা তাকে একটা সুযোগ করে দিচ্ছে তার চিন্তাভাবনাগুলোকে স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে প্রকাশ করার জন্য। রাজ্যের আইনশৃঙ্খলা ও সেগুলির সমস্যা নিয়ে আলোচনা করা হবে বলে তিনি বলেছেন।

আরও পড়ুন : মৃত্যু বেড়ে ৫৩, দিল্লির হিংসায় কবে থামবে মৃত্যুমিছিল?

এর আগে অমিত শাহ-র সাথে রাজ্যপালের কোন বৈঠক হয়নি। রাজ্যপালের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর ফোনে কথা হয়েছে বলে সূত্রের খবর। এই প্রথম তারা রাজ্যের পরিস্থিতি নিয়ে একসঙ্গে আলোচনা করবেন।