Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১৭ই মে পর্যন্ত বন্ধ নেট ও কেবিল পরিষেবা

Updated :  Wednesday, May 13, 2020 9:56 AM

হুগলির বেশ কিছু এলাকাতে বন্ধ থাকবে ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার রাত ১২ টা থেকে আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে এই পরিষেবা। হুগলি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলাশাসক ওয়াই রত্নাকর রাও এই নির্দেশিকা জারি করেছেন। হুগলির ১১ টি থানার অন্তর্গত ইলেকগুলিতে বন্ধ থাকবে নেট পরিষেবা। মূলত ফেক নিউজ ও গুজব ছড়ানো রুখতে এই সিদ্ধান্ত নিয়েছে হুগলি জেলা প্রশাসন।

১৭ই মে পর্যন্ত বন্ধ নেট ও কেবিল পরিষেবাকোন কোন অঞ্চলে বন্ধ ইন্টারনেট পরিষেবা? জেনে নিন –

চন্দননগর, সিঙ্গুর, হরিপাল, ভদ্রেশ্বর, রিষড়া, তারকেশ্বর, ডানকুনি, শ্রীরামপুর, উত্তরপাড়া, জঙ্গিপাড়া ও চাঁদিতলাতে। 

১৭ই মে পর্যন্ত বন্ধ নেট ও কেবিল পরিষেবা

তবে শুধু ইন্টারনেট পরিষেবাই নয় , বন্ধ রাখা হবে কেবিল টিভি ও ডিসটিভির পরিষেবা। সমস্ত কোম্পানির কেবিল ও নেট বন্ধ থাকবে। ২০০০ সালে তথ্য প্রযুক্তি আইন অনুসারে, হিংসা রুখতে এই সিদ্ধান্ত।