ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে এই প্রথমবার নয় যে, ভারতীয় যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিও ভাইরাল হচ্ছে ডিজিটাল প্লাটফর্মে। বিগত কয়েক বছর ধরে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মত অ্যাপ্লিকেশনে সাহসিকতার কারণে বারবার ভাইরাল হচ্ছেন ভারতীয় যুবতীরা। তবে ডিজিটাল প্লাটফর্ম আজকের দিনে শুধুমাত্র সেলিব্রেটি হয়ে ওঠার স্থান নয়, বরং ডিজিটাল প্লাটফর্মে নিজেদের সাহসী ভিডিও পোস্ট করে অগণিত অর্থ উপার্জন করছেন ভারতীয় যুবতীরা। প্রতিমুহূর্তে সেলিব্রেটি হয়ে ওঠার পাশাপাশি আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন হাজার হাজার তরুণীরা।
ইন্টারনেটে ভারতীয় যুবতীদের রাজত্ব
এ কথা জোর দিয়ে বলা যেতেই পারে, বর্তমানে ডিজিটাল প্লাটফর্ম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া প্রেমীদের কাছে বিনোদনের সেরা উৎস। আর বিষয়টিকে কাজে লাগিয়ে বিগত কয়েক বছরে একাধিক ভারতীয় যুবতীরা ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে পরিণত হয়েছেন সেলিব্রেটিতে। যাদের নাচের ভিডিওগুলি মুহূর্তের মধ্যে কোটি কোটি ভিউস অর্জন করে ইন্টারনেটে। সোফিয়া আনসারী, এঞ্জেল রাই, ববিতা শেরা সহ অঞ্জলি অরোরার মত সেক্সি যুবতীরা আজ ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে পরিণত হয়েছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশনে। আপনারা জানলে অবাক হবেন, এই সমস্ত সেক্সি যুবতীদের বর্তমানে ফলোয়ার্স সংখ্যা বলিউডের তারকা অভিনেত্রীদের চেয়েও বেশি।
যুবতীর সেক্সি ডান্স
আজকের প্রতিবেদনে আমরা আপনাদের জন্য ডিজিটাল প্লাটফর্মের অন্যতম একটি সাহসী নাচের ভিডিও নিয়ে এসেছি। যেটি কয়েক ঘণ্টা আগে শেয়ার করা হয়েছে ইনস্টাগ্রামে। @your_anniexx নামের অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, বছর ২৫-এর ভারতীয় এক সেক্সি যুবতী কালো রঙের স্লিভলেস ব্লাউজের সাথে ম্যাচিং শাড়ী পরে মিউজিকের সাথে বোল্ড ডান্স করছেন। ভিডিওটি দেখার পর একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,”কি সুন্দর কোমর তোমার, আমার হৃদয় কেঁপে উঠছে”। অন্য একজন লিখেছেন,”সর্বদাই তুমি সুন্দর”। দেখুন ইন্টারনেটের ভাইরাল এই ভিডিও-
View this post on Instagram