Dance Video: “দিলবার দিলবার” গানে সাহসী ডান্স তানিয়া ঠাকুরের, সবাই বলছেন-“কেয়া হট ফিগার হে”

সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিমুহূর্তে ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও। বিশেষ করে ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে প্রতি সেকেন্ডে ভাইরাল হচ্ছে ভারতীয় সেক্সি যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিওগুলি। যেখানে কয়েক বছর আগে বিনোদন…

Avatar

সোশ্যাল মিডিয়ার এই যুগে প্রতিমুহূর্তে ভাইরাল হচ্ছে হাজার হাজার ভিডিও। বিশেষ করে ডিজিটাল প্লাটফর্মের সৌজন্যে প্রতি সেকেন্ডে ভাইরাল হচ্ছে ভারতীয় সেক্সি যুবতীদের উত্তপ্ত নাচের ভিডিওগুলি। যেখানে কয়েক বছর আগে বিনোদন জগৎ মানেই ছিল বলিউড কিংবা টলিউডের হাতেগোনা কয়েকটি সিনেমা, সেখানে আজ ইউটিউব, ফেসবুক সহ ইনস্টাগ্রামের মত জনপ্রিয় অ্যাপ্লিকেশনের হাত ধরে বিনোদন জগতের পরিধি বেড়েছে চোখে পড়ার মতো। আজ সোশ্যাল মিডিয়ায় রাজত্ব করার জন্য কোন বলিউড অভিনেত্রী কিংবা অভিনেতা হওয়ার প্রয়োজন নেই। চাইলে যে কেউ নিজের প্রতিভার মাধ্যমে রাজত্ব করতে পারেন ডিজিটাল প্লাটফর্মে।

ইন্টারনেটে ভারতীয় যুবতীদের সাহসী নাচ

ইন্টারনেটের এই যুগে দাঁড়িয়ে এ কথা বলা যেতেই পারে, বর্তমানে ডিজিটাল মিডিয়া মানেই উষ্ণতম বিনোদন। বিগত কয়েক বছরে সোশ্যাল মিডিয়ায় সৌজন্যে সোফিয়া আনসারী, এঞ্জেল রাই, ববিতা শেরার সহ অঞ্জলি অরোরার মত সেক্সি যুবতীরা হয়ে উঠেছেন সেলিব্রেটি। যাদের নাচের ভিডিওগুলি ডিজিটাল প্লাটফর্মের নজরে আসা মাত্রই লক্ষ লক্ষ ভিউজ অর্জন করে নেয়। এই মুহূর্তে যদি আপনি নির্জনে সময় উদযাপন করতে চান এবং উষ্ণতা অনুভব করতে চান, তবে ডিজিটাল প্লাটফর্ম হয়ে উঠতে পারে আপনার জন্য বিনোদনের সেরা মাধ্যম।

ভাইরাল হচ্ছে এই ভিডিও

সোশ্যাল মিডিয়ার সৌজন্যে ভারতীয় সেক্সি যুবতী তানিয়া ঠাকুর আজ বিনোদনপ্রেমীদের অজানা নন। বিগত কয়েক মাসে একাধিক হট ভিডিও ভাইরাল হয়েছে এই সেক্সি যুবতীর। যে সমস্ত ভিডিওতে তাকে কার্ভি ফিগারে সাহসিকতার চরম সীমা উত্তীর্ণ করে উত্তপ্ত ডান্স করতে দেখা গেছে। বর্তমানে এই সেক্সি যুবতীর একটি ভিডিও আলোড়ন ফেলে দিয়েছে ইনস্টাগ্রামে। যেখানে তাকে বলিউডের অত্যন্ত জনপ্রিয় গান তথা “দিলবার দিলবার”-এ অত্যন্ত সাহসী ভঙ্গিতে নাচ করতে দেখা গেছে। ইন্টারনেটে ভাইরাল হওয়া কয়েক মিনিটের এই ভিডিওটি বর্তমানে ঘাম ঝরাচ্ছে বিনোদনপ্রেমীদের। ভিডিওটি দেখার পর একজন ইন্টারনেট ব্যবহারকারী লিখেছেন,”কি সুন্দর ফিগার তোমার”। অন্য একজন লিখেছেন,”হট বেবি”।

 

View this post on Instagram

 

A post shared by Tanya ❣️🥰 (@its_tanya.thakur)