দেশনিউজ

দিল্লিতে নির্বাচনের আগেই ঘটল এক হিংসাত্মক ঘটনা

Advertisement

আগামী ৮ ফেব্রুয়ারি দিল্লিতে বিধানসভার ভোট। চারিদিকে কড়া নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে পুরো শহর। তারই মধ্যে ঘটে গেল এক হিংসাত্মক ঘটনা। এদিন শুক্রবার দুইজন বাইক আরোহী উত্তর-পূর্ব দিল্লির জাফরাবাদ এলাকায় চার রাউন্ড গুলি চালিয়ে পালায়। পুলিশ সূত্রে খবর, দু’জনেরই হেলমেট ছিল। এক জামাকাপড়ের দোকানে গুলি চালানোর পর তারা শূন্যে দু’রাউন্ড গুলি চালায়। ব্যক্তিগত শত্রুতা থেকেই এমন ঘটনা ঘটেছে বলে পুলিশ মনে করছে। তবে দোকানের মালিক জানিয়েছে, তিনি কারও কাছ থেকে ঋণ নেননি বা তার সঙ্গে কারোর শত্রুতা নেই, তাই এমন ঘটনা কেন ঘটল তা তার কাছে অজানা।

পুলিশ জানিয়েছে, এদিন দুপুর দেড়টা নাগাদ তাদের কাছে ফোন আসে। তবে এই ঘটনায় কেউ আহত হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবীণ পুলিশ কর্মকর্তা জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভির মাধ্যমে দেখেন যে দু’জন বাইক আরোহী একটি বাইকে বসে এবং তারা তাদের মুখ আড়াল করতে হেলমেট পরেছিল। স্থানীয় সূত্রে খবর, ওই দু’জন বাইকারোহী দোকানে দুবার গুলি ও খোলা জায়গায় দু রাউন্ড গুলি চালায়। ফরেনসিক দল এই অঞ্চলটিকে তদন্তের জন্য ঘিরে রেখেছে।

আরও পড়ুন : শান্তি ও উন্নয়নের এক নতুন যুগের সূচনা, বোড়ো চুক্তি স্বাক্ষরের পর কাকড়াঝোড়ে জানালেন প্রধানমন্ত্রী

তবে দোকানের মালিক শাবির খান (৫০)। তিনি বাবরপুরের বাসিন্দা। তিনি এই ঘটনার পর বলেন, কারও সাথে তাদের শত্রুতা নেই। তিনি আরও বলেন “আমি দোকানের বাইরে রোদে বসেছিলাম, তারপর দু’জন লোক বাইকে এসে আমার দোকানে দু’রাউন্ড গুলি চালায়। আমি এবং আমার ভাই মুর্তজা খান একসাথে এই দোকানটি চালাই। আমরা কারও কাছ থেকে কোনও ঋণ নেইনি। পুলিশ ব্যক্তিগত শত্রুতার মামলা হিসাবে ঘটনাটি আড়াল করার চেষ্টা করছে। কাল দিল্লির নির্বাচনের ভোটগ্রহণের কয়েক ঘন্টা আগে এই ঘটনা ঘটেছে। তাই তারা এটা তদন্ত করতে চাইছে না। “

Related Articles

Back to top button