Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

প্রকাশ্যে আসল অক্ষয় কুমার অভিনীত Housefull 4 ছবির ট্রেলার!

Updated :  Friday, September 27, 2019 3:28 PM

১৪১৯ এর যুগে একটি ষড়যন্ত্র এবং প্রতিশোধের কারণে যখন ৬ জন প্রেমিক পৃথক হয়ে যায়, তখন তারা ২০১৯ এ আবার একবার পথ অতিক্রম করেছে। বর্তমান জীবনে ৩ ছেলে ভুল মহিলার প্রেমে পড়ে এবং তাদের বোনদের বিয়ে করতে চলেছে। তারা কি বিবাহের ক্ষেত্রে তাদের অতীত জীবনের কথা স্মরণ করবে বা চিরকালের জন্য তারা ভুল প্রেমীদের সাথে আটকে থাকবে? হাউসফুল ৪ আপনাকে বিভ্রান্ত করতে আসছে, আপনাকে একটি হাস্যকর দাঙ্গা লাগিয়ে দেবে। তাহলে আর দেড়ি কিসের দেখে ফেলুন ছবির ট্রেলার।