Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Holiday: প্রথম দিনেই বন্ধ ব্যাঙ্ক, জুন মাসে কতদিন ছুটি জেনে নিন

Updated :  Monday, May 27, 2024 8:40 AM

গোটা দেশে সমস্ত সরকারি এবং বেসরকারি ব্যাঙ্কগুলির ছুটির দিন (Bank Holiday) নির্ধারণ করে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। মাসের শুরুতেই ব্যাঙ্কগুলির ছুটির একটি তালিকা প্রকাশ করা হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। ওই তালিকাতেই স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন কোন জায়গার ব্যাঙ্কে কবে কবে ছুটি। মে মাস জুড়ে একাধিক ছুটি পেয়েছে ব্যাঙ্ক কর্মী। মাসের প্রথম দিন থেকেই প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ছুটি পেয়েছে ব্যাঙ্ক কর্মীরা।

জাতীয় ছুটি, সাপ্তাহিক ছুটির পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক উৎসবের কারণেও কিছু কিছু শহরে বন্ধ থেকেছে ব্যাঙ্ক। উপরন্তু দেশ জুড়ে লোকসভা নির্বাচন চলায় সে কারণেও ভোটগ্রহণের দিনগুলিতে সংশ্লিষ্ট জায়গা গুলিতে বন্ধ থেকেছে ব্যাঙ্কের কাজকর্ম। জুন মাসে কতদিন ছুটি থাকবে ব্যাঙ্কে? কোন কোনদিনই বা ছুটি থাকছে জুন মাসে?

জুন মাসের প্রথম দিনেই বন্ধ থাকছে ব্যাঙ্ক। পয়লা জুন উত্তর ও দক্ষিণ কলকাতা, যাদবপুর, মথুরাপুর, জয়নগর, দমদম, বারাসত, বসিরহাট, ডায়মন্ড হারবারে রয়েছে সপ্তম দফার লোকসভা নির্বাচন। দেশের আটটি রাজ্যের মোট ৫৭ টি লোকসভা কেন্দ্রে রয়েছে ভোটগ্রহণ। এদিন এই এলাকাগুলিতে বন্ধ থাকবে ব্যাঙ্ক।

২ জুন এবং ৯ জুন রবিবার সাপ্তাহিক ছুটি দেশ জুড়ে সব ব্যাঙ্কের। ১০ জুন গুরু অর্জুন দেবের শহিদ দিবস উপলক্ষে পঞ্জাবে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ জুন পাহিলি রাজা উপলক্ষে ওড়িশাতে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৫ জুন রাজা সংক্রান্তি এবং ওয়াইএমএ ডে উপলক্ষে ওড়িশা এবং মিজোরামে বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৭ জুন বকরি ইদ। এদিন সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে। ২১ জুন ভাত সাবিত্রী ব্রত উপলক্ষে বেশ কিছু রাজ্যে ব্যাঙ্কের ছুটি থাকবে। ২২ জুন সন্ত গুরু কবীর জয়ন্তী উপলক্ষে ছত্তিসগড়, হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। ৩০ জুন রবিবার ব্যাঙ্কের সাপ্তাহিক ছুটি।