Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আর কতদিন সময় লাগবে করোনা নির্মূল হতে? জানুন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মত

Updated :  Monday, August 24, 2020 5:10 PM

গোটা বিশ্ববাসির এখন একটাই আতঙ্ক করোনা, আর করোনা আতঙ্কে সবাই গৃহবন্দী। স্কুল থেকে কলেজ, অফিস থেকে ভ্রমণ মানুষের দৈনন্দিন জীবনে একেবারে দাড়ি টেনে দিয়েছেএইটা মারণ রোগ। মৃত্যুভয়ে লক্ষ্য কোটি মানুষ ঘরে বসেই একটা করে দিন কাটাচ্ছেন। তাঁদের মনে একটাই প্রশ্ন কবে বিদায় নেবে করোনা? আদেও করোনামুক্ত হবে পৃথিবী আর হলেও কবে?

অবশেষে সেই সব প্রশ্নের উত্তর দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস। কিছুদিন আগেই রাশিয়া এইটা মারণ রোগের টিকা আবিষ্কার করলেও ফ্যাভিপিরাভির, রেমডেসিভির মতোন অনেক ওষুধের হদিশ মিলেছে। আর কিছুদিনের মধ্যে হয়তো করোনা প্রতিষেধকও হয়তো বাজারে চলে আসবে। কিন্তু তাও কোথাও যেন মানুষের মনের সন্দেহ কিছুতেই দূর হচ্ছেনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO-এর ডিরেক্টর জেনারেল টেড্রস আধানম ঘেব্রেইসাস এখনো আরও সময় লাগবে করোনা যেতে। তাও কম করে দু বছর। আগামী দু’বছরের মধ্যেই শেষ হবে করোনা মহামারি। কিন্তু এখনো উপযুক্ত কোনো ওষুধ বাজারে না আসার ফলে আরও কিছুদিন সময় লাগবে। এমনকি করোনা নির্মূল করতে বর্তমানে উন্নত প্রযুক্তির সাহায্য নিতেই হবে। তবেই নিয়ন্ত্রণ করা সম্ভব করোনা মহামারি।
যেভাবে করোনা সংক্রমণ বাড়ছিলো, এখন সেই জায়গায় দাঁড়িয়ে করোনা আগের তুলনায় নির্মূল করাও সম্ভব হচ্ছে। কিন্তু তাও গোড়া থেকে করোনা বিনাশ করার জন্য প্রয়োজন প্রযুক্তি ও বিজ্ঞানের সর্বাধিক ব্যবহার এমনটাই জানিয়েছেন
টেড্রস আধানম ঘেব্রেইসাস। এখন শুধুই সময় গোনা আর করোনা বিদায় করার কৌশল অবলম্বনই একমাত্র পন্থা। কিন্তু করোনা যেতে এই দুবছর অনেকটাই বেশি সময়।