সোনা ধাতু (Gold Price) হিসেবে পয়মন্ত হলেও যে হারে দাম বেড়ে চলেছে বছর বছর, তাতে সোনায় হাত দিলেও এখন ছ্যাঁকা খাওয়ার জোগাড় মধ্যবিত্তের। বিগত প্রায় দেড় বছর ধরেই সোনার দাম রয়েছে অত্যন্ত চড়া। ক্রমেই সোনার দাম বেরিয়ে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে। আর এবার রূপোর দামও সোনার সঙ্গে পাল্লা দিতে চলেছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। বর্তমানে সোনার দাম ১০ গ্রামে ৭২,০০০ টাকা। অন্যদিকে রূপোর দাম এখন কেজি প্রতি ৯০ হাজার টাকা। তবে বিশেষজ্ঞদের মতে, এক বছরেই রূপোর দাম পেরিয়ে যেতে পারে ১ লক্ষ টাকা।
সোমবার সোনার দাম বেড়েছে আরও। ইন্ডিয়া বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যায় ২৪ ক্যারেট খাঁটি সোনার প্রতি ১০ গ্রামের দাম ছিল ৭২০২৮ টাকা। সোমবার সকালেই তা দাম বেড়ে গিয়ে দাঁড়ায় ৭২১৬২ টাকায়। অন্যদিকে অফিশিয়াল ওয়েবসাইটের তথ্য অনুসারে, ২২ ক্যারেট সোনার দাম বর্তমানে ৬৬,১০০ টাকা। ১৮ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম ৫৪,১২২ টাকা।
বর্তমানে শুধুমাত্র ২৪ ক্যারেট, ২২ ক্যারেট এবং ১৮ ক্যারেট সোনাতেই হলমার্ক দেওয়া হয়। এর নীচে আর কোনো সোনায় এখন হলমার্ক দেওয়া হয় না। তবে সোনার ক্রমশ উর্দ্ধমুখী দাম দেখে তা মধ্যবিত্তের সাধ্যের মধ্যে রাখতে এবার ৯ ক্যারাটের সোনাতেও হলমার্ক দেওয়ার কথা ভাবা হচ্ছে। জানা যাচ্ছে, ইন্ডিয়ান বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের তরফে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস এর কাছে এ বিষয়ে প্রস্তাব রাখা হয়েছে বলে জানা যাচ্ছে।
বর্তমানে ৯ ক্যারেট সোনার প্রতি ১০ গ্রামের দাম প্রায় ২৮,০০০ টাকা। যদি ৯ ক্যারেট সোনাতেও হলমার্ক দেওয়া শুরু হয় তাহলে যে মধ্যবিত্তের মুখে হাসি ফুটবে তা বলা বাহুল্য। বিশেষজ্ঞদের মতে, সোনার দামে বৃদ্ধি লেগেই থাকবে। এমনকি সোনার দাম ৮০,০০০-৮৫,০০০ টাকাতেও পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে।