সূত্রের খবর, পে কমিশনের নতুন বেতন কাঠামো অনুসারে বেসিক পে ২.৫৭ গুণ বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে ন্যূনতম বেসিক পে হবে ১৭৯৯০ টাকা৷ ২৩ সেপ্টেম্বর মন্ত্রীসভার বৈঠকে এই বিষয়ে আলোচনা করা হবে৷ ১ জানুয়ারি থেকে নতুন পে কমিশন কার্যকর করার চেষ্টা করা হবে৷ নতুন বেতন কাঠামো অনুসারে, আগের বেতন ৬৬০০ টাকা হলে বর্তমানে তা বেড়ে হবে ১৭৯৯০ টাকা। এর জন্য অবশ্য বাড়তি ১০ হাজার কোটি টাকা খরচ হতে চলেছে রাজ্য সরকারের।
জানেন কি পে কমিশন চালু হলে কত আয় বৃদ্ধি হবে?
![](https://www.bharatbarta.com/wp-content/uploads/2019/08/da.jpg)