রাজ্যনিউজ

Ration Card: বাতিল হচ্ছে রেশন কার্ড, আপনার রেশন কার্ড ঠিক আছে তো? জেনে নিন এভাবে

আপনি যদি রেশন কার্ড সচল রাখতে চান তাহলে কিন্তু আপনাকে কেওয়াইসি করতে হবে আপনার রেশন কার্ডের

Advertisement
Advertisement

ভারতের প্রত্যেকটি নাগরিকের অন্যতম প্রয়োজনীয় ডকুমেন্ট হলো রেশন কার্ড। রেশন কার্ড দিয়ে শুধুমাত্র রেশন তোলা যায় ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি কিন্তু রেশন কার্ড ব্যবহার করে অনেক কাজ করতে পারেন। কিন্তু সম্প্রতি দেখা যাচ্ছে ভারতে বেশ কয়েকটি রেশন কার্ড বাতিল হয়েছে অযোগ্য হওয়ার কারণে। তাই মোবাইলে এই মেসেজ আসার পরেই, গ্রাহকদের ঘুম উড়েছে। সঙ্গত কারণে এই রেশন কার্ডের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বাতিল হয়ে যাওয়ার কারণে সমস্যায় পড়েছেন গ্রাহকরা। কিন্তু প্রশ্ন হল, এতগুলো রেশন কার্ড হঠাৎ করে বাতিল করার কারণটা কি? এর পিছনে কি কোন বিশেষ কারণ রয়েছে নাকি সেই কার্ড সত্যি অযোগ্য ছিল?

Advertisement
Advertisement

আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত গ্রাহকদের রেশন কার্ড বাতিল করা হয়েছে তাদের মূল সমস্যা হলো, তাদের রেশন কার্ডের সঙ্গে কেওয়াইসি যুক্ত করা নেই। মূলত সেই কারণেই গ্রাহকদের রেশন কার্ড বাতিল করেছে রাজ্য সরকার। খাদ্য মন্ত্রী হবার পর থেকেই রথীন ঘোষ এই বিষয়টা নিয়ে কড়া হাতে হাল ধরেছেন। ২০২১ সাল থেকে এখনো পর্যন্ত মোট ১ কোটি ৬৬ লক্ষ রেশন কার্ড বাতিল করা হয়েছে। তবে যদি গ্রাহকরা কেওয়াইসি ঠিক সময় মত করতে পারেন তাহলে কিন্তু তাদের রেশন কার্ড আবারও ফিরিয়ে দেবে রাজ্য সরকার। তাই আপনাকে আগে থেকে জেনে নিতে হবে কিভাবে আপনি কেওয়াইসি করবেন। চলুন তাহলে পুরো পদ্ধতিটা জেনে নেওয়া যাক।

Advertisement

অনলাইনে কিভাবে কেওয়াইসি করা যাবে?

Advertisement
Advertisement

প্রথমত আপনাকে রাজ্য সরকারের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এরপরে রেশন কার্ডের অপশনে ক্লিক করার পরে আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলে যাবে। এই উইন্ডোতে লেখা থাকবে, check the status of your ration card।

এই অপশনে ক্লিক করার পর আপনার রেশন কার্ড নম্বর এবং ক্যাটাগরি সিলেক্ট করতে হবে আপনাকে। এরপর বক্সের মধ্যে সঠিক ক্যাপচা কোড বসিয়ে আপনাকে সার্চ অপশনে ক্লিক করতে হবে। এরপরে রেশন কার্ডের স্ট্যাটাস যদি একটিভ দেখায়, তাহলে আপনি রেশন পাবেন। আর যদি না একটিভ দেখায় তাহলে আপনাকে কেওয়াইসি করতে হবে।

কেওয়াইসি করার জন্য আপনাকে, e-kyc বাটনে ক্লিক করতে হবে। তারপর আপনার সামনে একটি নতুন উইন্ডো খুলবে, যেখানে লেখা থাকবে link aadhaar with deactivated/newly approved cards। এই অপশনে ক্লিক করলে আপনি রেশন কার্ড নম্বর এবং ক্যাটেগরি সিলেক্ট করে সার্চ অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে আধার নম্বর এবং মোবাইল নম্বর লিঙ্ক করার অপশনে ক্লিক করতে হবে।

এরপরে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। এই ওটিপি বসিয়ে সাবমিট পারেন এ ক্লিক করলেই আপনার কাছে আরো একটি ভেরিফাই অপশন চলে আসবে। এখানে আপনাকে ভেরিফাই এন্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ হয়ে যাবে এবং কেওয়াইসি সম্পন্ন হবে।

Advertisement

Related Articles

Back to top button