Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারতে চালু হল ‘ব্লু-আধার কার্ড’, জেনে নিন এই বিশেষ আধার কার্ডের সুবিধা এবং প্রয়োজনীয়তা

Updated :  Wednesday, November 1, 2023 9:02 AM

২০১৪ সাল থেকে ভারত সরকার কর্তৃক ভারতের সমস্ত নাগরিকের জন্য নতুন প্রমাণপত্র তৈরির কর্মযজ্ঞ চালানো হচ্ছে। যেখানে দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য আধার কার্ড বাধ্যতামূলক ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। পাশাপাশি, যেকোনো সরকারি কিংবা বেসরকারি পরিষেবা গ্রহণের ক্ষেত্রেও ওই ব্যক্তির আধার কার্ড থাকতেই হবে বলে জানিয়ে দিয়েছে নরেন্দ্র মোদির সরকার। বিশেষ করে ব্যাংকিং পরিষেবা গ্রহণের ক্ষেত্রে আধার কার্ডের গুরুত্ব কতখানি তা অবশ্যই প্রত্যেকের জানা রয়েছে। তবে আপনি কি জানেন, ভারত সরকার কর্তৃক নতুন ধরনের আধার কার্ড সংযোজন করা হয়েছে?

আজ্ঞে হ্যাঁ, ভারত সরকার কর্তৃক সম্প্রতি ‘ব্লু-আধার কার্ড’ তৈরির বিষয়ে জোর দেওয়া হয়েছে। তবে আপনি কি জানেন, কি এই ‘ব্লু-আধার কার্ড’? আজকের নিবন্ধে আমরা আপনাদের ‘ব্লু-আধার কার্ড’ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ তথ্য দিতে চলেছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক-

২০১৮ সালে প্রথমবার ‘ব্লু-আধার কার্ড’ নির্মাণের কথা ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। এই কার্ডটি ৫ বছরের নিচে থাকা শিশুদের জন্য আবশ্যক বলেও জানিয়েছিল ভারত সরকার। বর্তমানে আমরা যে সমস্ত আধার কার্ড ব্যবহার করে থাকি, তা সাধারণত ভারতের পতাকা রঙের। তবে শিশুদের জন্য আধার কার্ডের ধরন সম্পূর্ণ আলাদা নির্বাচন করে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে UIDAI কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে।

কি সুবিধা পাবেন এই ‘ব্লু-আধার কার্ড’-এ?
ভারত সরকার কর্তৃক ৫ বছরের নিচে শিশুদের জন্য এই ‘ব্লু-আধার কার্ড’ আবশ্যক বলে ঘোষণা করা হয়েছে। এই কার্ডের মাধ্যমে স্কুলে ভর্তি হওয়া থেকে শুরু করে মেডিকেল ফ্যাসিলিটি সমস্ত কিছু গ্রহণ করা যাবে বলে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। তাছাড়া ৫ বছরের নিচে এমন শিশুদের পৃথকীকরণ করার জন্য আধার কার্ডের রং এমন করা হয়েছে।

কিভাবে তৈরি করবেন ‘ব্লু-আধার কার্ড’?
বাড়িতে বসে অনলাইনে এই আধার কার্ড তৈরি করতে পারবে না আপনি। এর জন্য প্রথমে আপনাকে অনলাইন থেকে UIDAI-এ একটি অ্যাপয়েনমেন্ট বুকিং করতে হবে। এরপর নির্ধারিত দিনে নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে শিশুর জন্য নতুন আধার কার্ডের আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে শিশুর আঙ্গুলের হাতের চাপের জায়গায় শিশুর পিতা অথবা মাতার আঙ্গুলের ছাপ ব্যবহার করা হবে। এরপর শিশুর বয়স ৫ বছর উত্তীর্ণ হলে নতুনভাবে আধার কার্ডের সাথে শিশুর ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করতে হবে।