আধার কার্ড এখন সকল মানুষের কাছে কতটা প্রয়োজনীয় তা সকলেরই জানা। ব্যাংক থেকে শুরু করে রেশন দোকান সমস্ত জায়গায় আধার কার্ডের একটা আলাদা গুরুত্ব দেখা গিয়েছে। আধার কার্ডের বিষয়ে বড়সড় ঘোষণা শুনতে পাওয়া গেলো। সম্প্রতি এই খবর জানিয়েছে ইউআইডিআই কতৃপক্ষ। আধার কার্ডের ছবি বদলাতে লাগবেনা আর লাগবেনা কোনরকম প্রমাণপত্র।
এছাড়াও বায়োমেট্রিক্স, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ইমেল অ্যাড্রেস এই সব কিছুর জন্য কোনরকম প্রমাণপত্র লাগবেনা বলে জানানো হয়েছে। কিছুদিন আগেই আধার কতৃপক্ষ নাম, ঠিকানা, জন্মতারিখ পরিবর্তনের জন্য ডকুমেন্ট লাগবে বলেই জানিয়েছিল। এবার তা লাগবেনা বলেই জানালো তারা।