Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Higher Secondary Exam Results: আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, কোথায় কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জেনে নিন

Updated :  Wednesday, May 8, 2024 12:52 PM

গত ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে এ বছরের উচ্চ মাধ্যমিক (Higher Secondary Exam) পরীক্ষা। দু মাস পর এবার প্রকাশিত হচ্ছে ফলাফল। ৮ ই মে, বুধবার উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় ঘোষিত হচ্ছে হল। এদিন দুপুর ১ টা নাগাদ সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করা হবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। ছাত্রছাত্রীরা ফলাফল জানতে পারবেন দুপুর ৩ টে থেকে। কোথায় কীভাবে দেখবেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, জেনে নিন এই প্রতিবেদনে।

আজ, বুধবার দুপুর ১ টা নাগাদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে সাংবাদিক সম্মেলন করে আনুষ্ঠানিক ভাবে পরীক্ষার ফল ঘোষণা করবেন সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। পরীক্ষার ফলাফলের সঙ্গে ঘোষণা করা হবে কৃতীদের তালিকাও। তবে ছাত্রছাত্রীরা ফলাফল দেখতে পারবেন দুপুর ৩ টে থেকে। কোথায় দেখা যাবে উচ্চ মাধ্যমিকের ফলাফল?

বুধবার দুপুর ১ টায় আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণার পর দুপুর ৩ টে থেকে উচ্চ মাধ্যমিকের ফল জানতে পারবেন ছাত্রছাত্রীরা। অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে ফলাফল। https://wbresults.nic.in/ এ গিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। এই ওয়েবসাইটে গিয়ে রোল নম্বর দিয়ে দেখা যাবে রেজাল্ট। পাশাপাশি WBCHSE Results অ্যাপেও উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখতে পারবেন ছাত্রছাত্রীরা। তবে এদিন রেজাল্ট দেখা গেলেও মার্কশিট হাতে পাবেন না ছাত্রছাত্রীরা। আগামী ১০ মে সকাল ১০ টার সময়ে স্কুলে গিয়ে মার্কশিট সংগ্রহ করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। এবারে মার্কশিটে নম্বরের সঙ্গে সঙ্গে থাকবে পার্সেন্টাইলও।

উল্লেখ্য, এ বছর উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল গত ১৬ ফেব্রুয়ারি আর পরীক্ষা শেষ হয় ২৯ ফেব্রুয়ারি। ৬৯ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে পরীক্ষার ফলাফল। এর আগেই প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিকের ফলও। এ বছর মোট ৭ লক্ষ ৯০ হাজার ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। মোট ২৩৪১ টি কেন্দ্রে হয়েছে পরীক্ষা।