পুরোনো ১০ টাকা নোটের বদলে পেয়ে যান ২৫ হাজার টাকা, করতে হবে সহজ কাজ

বর্তমানে করোনা পরিস্থিতিতে বহু মানুষকেই সম্মুখীন হতে হচ্ছে আর্থিক সমস্যার। এমন সময় ঘরে বসে খুব সহজে যদি ২৫ হাজার টাকা পাওয়া যায় তবে মন্দ হয়না, তাইনা? আজ এই প্রতিবেদনে আমরা…

Avatar

By

বর্তমানে করোনা পরিস্থিতিতে বহু মানুষকেই সম্মুখীন হতে হচ্ছে আর্থিক সমস্যার। এমন সময় ঘরে বসে খুব সহজে যদি ২৫ হাজার টাকা পাওয়া যায় তবে মন্দ হয়না, তাইনা? আজ এই প্রতিবেদনে আমরা এমনই এক আকর্ষণীয় উপায়ের কথা আপনাদের জানাতে চলেছি। তবে এই উপায় অবলম্বন করতে হলে আপনার কাছে থাকতে হবে একটি পুরানো ১০ টাকার নোট। সেই ১০ টাকার নোটই আপনাকে এনে দিতে পারে ২৫ হাজার টাকা। এমন অবস্থায় ২৫ হাজার টাকা একদমই কম কিছু নয়। তবে সেই টাকা পেতে আপনার ১০ টাকার নোটে থাকতে হবে কিছু বিশেষ ফিচার।

কোথায় বিক্রি করবেন?

প্রথমে বলি কোথায় বিক্রি করবেন আপনার এই নোট। কয়ানবাজার নামক ওয়েবসাইটে খুব সহজেই বিক্রি করতে পারবেন নিজের পুরানো নোট। তবে আপনার সেই নোটের একদিকে থাকতে হবে প্রিন্টেড অশোক স্তম্ভের ছবি। এই ধরনের নোট ছাপানো হয়েছিল ১৯৪৩ সালে। তবে কেবল এই টুকুই নয়। আপনার নোটে থাকতে হবে RBI গভর্নর CD Deshmukh এর স্বাক্ষর। এছাড়াও নোট টির দুই দিকে English এ ১০ টাকা লেখা থাকতে হবে।

কী করে বিক্রি করবেন?

১। প্রথমে কয়েন বাজার ওয়েব সাইটে যান।
২। সেখানে গিয়ে নিজেকে রেজিস্টার করুন একজন বিক্রেতা হিসেবে।
৩। তার পরে নিজের ১০ টাকার নোটের একটি স্পষ্ট ছবি তুলে এই ওয়েবসাইটে আপলোড করুন। এর পরে আপনার এই বিজ্ঞাপন ওয়েবসাইটে দেখানো হবে।
৪। তারপরে যদি কেউ কিনতে ইচ্ছুক ব্যক্তি থাকেন তবে তিনি আপনার বিজ্ঞাপন দেখে আপনাকে যোগাযোগ করবেন। এভাবে কিছু মিনিটের মধ্যে আপনি ঘরে বসে ২৫,০০০ টাকা পেয়ে যাবেন। একই ভাবে ৫ টাকার নোট থাকলেও আপনি সেটিকে বিক্রি করে পেতে পারেন ৩০ হাজার টাকা পর্যন্ত।

About Author