ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Pan card: আপনার নম্বর এভাবে রাখুন নিরাপদ, জেনে নিন প্যানকার্ডের সুরক্ষার বিষয়গুলো বিস্তারিত

প্যান কার্ড যদি আপনাকে রাখতেই হয় তাহলে আপনাকে কিছু নিয়ম অবশ্যই মেনে চলতে হবে

Advertisement

আজকালকার দিনে ভারতের সবথেকে গুরুত্বপূর্ণ আইডেন্টি কার্ড গুলোর মধ্যে একটি হলো প্যান কার্ড। এটি একটি সচিত্র পরিচয় পত্র এবং যে কোন জায়গাতে পরিচয় প্রমাণ হিসেবে এবং ভারতীয় নাগরিকত্বের প্রমাণ হিসেবে এই প্যান কার্ড ব্যবহার করা যেতে পারে। জীবনে একবার সবাইকে প্যান নম্বর জারি করতে হয় এবং এরপর আর কোনদিন প্যান নম্বর জারি করার প্রয়োজন পড়ে না। এই প্যান নম্বর দিয়েই জানতে পারা যায় আপনার কতগুলি ব্যাংক একাউন্ট রয়েছে বা আপনি কতগুলি আর্থিক লেনদেন প্রতি মাসে করে থাকেন। কিন্তু এই প্যান কার্ডের সঙ্গে কিন্তু বেশ কিছু প্রতারণার সম্ভাবনাও জড়িয়ে থাকে। চলুন দেখে নেওয়া যাক সেই ব্যাপারে বিস্তারিত

প্যান কার্ড যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনাকে অবশ্যই বেশ সতর্ক থাকতে হবে কারণ এই প্যান কার্ডের অপব্যবহার এখন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আজ আমরা আপনাদের জানাতে চলেছি কিভাবে প্যান কার্ডের অপব্যবহার হতে পারে এবং কিভাবে আপনি সেই অপব্যবহার শনাক্ত করতে পারেন। প্রথমত কেউ যদি আপনার প্যান কার্ড এবং আধার কার্ড জালিয়াতি করে আপনার কাছ থেকে গ্রহণ করে নেন তাহলে কিন্তু আপনার নামে তিনি ঋণ পর্যন্ত নিতে পারেন যেকোনো ব্যাংক থেকে। অনেক ধরনের অ্যাপ আছে যেগুলি বিভিন্ন ব্যাংকের সঙ্গে কানেক্টেড এবং তারা এই ধরনের আইডি প্রুফের ভিত্তিতে গ্রাহকদের ঋণ দিয়ে থাকে। তাই তিনি খুব সহজেই আপনার নামে সেই বিশেষ অ্যাপ থেকে একটি ঋণ গ্রহণ করতে পারেন। অথচ আপনি জানতেও পারবেন না যে আপনার নামে একটি লোন নেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু আপনাকেই সেই লোন শোধ করতে হবে। গত বছরে কিন্তু এই ধরনের অনেকগুলি ঘটনা সামনে এসেছে।

এছাড়াও, কেউ ট্যাক্স বাঁচাতে আপনার প্যান কার্ড ব্যবহার করতে পারে, আপনার নামে ভাড়া চুক্তি করে কয়েক লক্ষ টাকার আয় দেখাতে পারে। যেখানেই ভাড়া ১ লাখ টাকার বেশি হোক না কেন, বাড়িওয়ালার প্যান লাগবে। তারপরে, এই প্যানের মাধ্যমে, সেই পরিমাণ টাকা (ভাড়া) বাড়িওয়ালার আয়ের সাথে যুক্ত হয়।

প্যান কার্ড জালিয়াতি কিভাবে শনাক্ত করবেন?

আপনি যদি জানতে চান আপনার প্যান কার্ডের সাথে কোন জ্বালিয়াতি হয়েছে কিনা তাহলে আপনাকে আপনার ক্রেডিট স্কোর চেক করতে হবে। এছাড়াও আপনি ফর্ম 26AS ডাউনলোড করে এই বিষয়টা চেক করতে পারেন। ক্রেডিট স্কোর ঠিকঠাক থাকলে আপনি বুঝতে পারবেন আপনার PAN কার্ড ব্যবহার করে কেউ লোন গ্রহণ করেননি। কিন্তু যদি এই ক্রেডিট স্কোর গোলমেলে থাকে তাহলে কিন্তু আপনাকে আয়কর বিভাগের সাথে সরাসরি যোগাযোগ করতে হবে এবং এই জালিয়াতির ব্যাপারে তাদেরকে জানাতে হবে। তাই যখনই প্যান কার্ড কেউ আপনার কাছ থেকে চাইবে, তখন কোনোভাবেই এক চাওয়াতে দিয়ে দেবেন না। আর যদি এই কার্ডের অনুলিপি দিতে প্রয়োজন হয় তাহলেও সেখানে স্বাক্ষর করে দেবেন। এর মাধ্যমে কেউ আপনার প্যান কার্ড আর ব্যবহার করতে পারবেন না।

Related Articles

Back to top button