Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মাত্র ৫ ঘণ্টায় হাওড়া থেকে দিল্লী পৌঁছানো যাবে, বুলেট ট্রেন চলবে ৩৫০ কিমি প্রতি ঘণ্টা বেগে

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন…

Avatar

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আজকাল রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তাদের সিস্টেমে। এককথায় ভারতে রোজ উন্নতি হচ্ছে রেলওয়ে পরিষেবার। এবার ভারতীয় রেলওয়ের মুকুটে নতুন পালক বুলেট ট্রেন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। এবার ভারতের বুকে দৌড়াবে বুলেট ট্রেন।

দেশবাসী বুলেট ট্রেনের স্বপ্ন দেখছেন। সরকারও এই প্রজেক্টে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় এবার বুলেট ট্রেনের সুযোগ পাবে বিহার, বাংলা। এরই মধ্যে এই ট্রেনের জন্য হাওয়াই সর্ভে শেষ হয়েছে। এখন চলছে জমি সংরক্ষণের কাজ। জাতীয় হাইস্পিড রেল কর্পোরেশন লিমিটেড (NHSRCL) এর প্রকাশিত রুট অনুযায়ী, বিহারে বক্সারের পর আরার উদভন্তনগর, পাটনা এবং গয়াতে স্টেশন নির্মিত হবে। ২০২৪ সাল থেকে জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। এবং এটি ২০৩০ সালের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

দিল্লি থেকে হাওড়া পর্যন্ত ট্রেনের মোট দৈর্ঘ্য হবে ১৫০০ কিলোমিটার। আমরা আপনাকে জানিয়ে রাখি যে বুলেট ট্রেনটি ট্র্যাকে ৩৫০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চলবে। সেই অনুযায়ী এই ট্রেন দিল্লি থেকে হাওড়ার দূরত্ব মাত্র ৫ ঘণ্টায় কাটিয়ে দেবে। বলা হচ্ছে যে, বারাণসী-হাওড়া বুলেট ট্রেন করিডোরটি দিল্লি-হাওড়া প্রকল্পের অংশ। এদিকে, দিল্লি থেকে বারাণসী হয়ে লখনউ-আযোধ্যার করিডোরেও আলাদা পর্যায়ে জরিপের কাজ চলছে। এই প্রকল্পটি সম্পন্ন হলে বৌজেপুর থেকে হাওড়ার দূরত্ব তিন ঘন্টায় এবং বক্সার থেকে কলকাতার দূরত্ব প্রায় ৭৬০ কিলোমিটার মাত্র দেড় ঘন্টায় কাটানো যাবে। অন্যদিকে, বারাণসী থেকে হাওড়ার দূরত্ব মাত্র সাড়ে তিন ঘন্টা থাকবে।

About Author