Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Howrah-Puri Vande bharat: সহজেই পৌঁছে যাবেন হাওড়া থেকে পুরি, এই নতুন বন্দে ভারত ট্রেনের ভাড়া কত জানেন?

Updated :  Monday, May 15, 2023 11:03 AM

এর আগে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া রুটে বন্দে ভারত ট্রেনের যাত্রা শুরুর দিন থেকে শুরু হয়েছিল পাথর ছোড়া বিতর্ক। পরবর্তীতে রাজনৈতিক তরজার মাঝে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, পশ্চিমবঙ্গ আরো কিছু বন্দে ভারত এক্সপ্রেস পাবে। এই আবহে জানা যাচ্ছে ফেব্রুয়ারিতে আরও একটি নতুন রূপে হাওড়া থেকে ছুটতে পারে বন্দে ভারত এক্সপ্রেস।

প্রথমে মনে করা হয়েছিল দেশের নবম বন্দে ভারত এক্সপ্রেসটি দিল্লি থেকে জয়পুর পর্যন্ত যাবে। চলতি বছর রাজস্থানে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। সেই আবহেই রাজ্যে বন্দে ভারত এক্সপ্রেস চালু করে বিজেপি যে রাজনৈতিক সুফল ঘরে তুলতে চাইবে সেটা বলাই বাহুল্য। তবে দিল্লি থেকে জয়পুর রুটে বন্ধে ভারতে এক্সপ্রেস এখনই চালু করা যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ট্রেন চালু করার জন্য এখনও রুটে কাজ বাকি আছে অনেক। তার মধ্যে এবার দেশের নবম বন্দে বারত এক্সপ্রেস নিয়ে শুরু হয়েছে কথাবার্তা। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গে এই নবম বন্দে ভারত এক্সপ্রেস আসতে চলেছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক এই নবম বন্দে ভারত এক্সপ্রেস এর ব্যাপারে বিস্তারিত।

জানা গিয়েছে আগামী ফেব্রুয়ারি মাসে হাওড়া থেকে উড়িষ্যার পুরী পর্যন্ত একটি বন্দে ভারত এক্সপ্রেস ছোটাতে পারে ভারতীয় রেলওয়ে। এমনিতেই বাঙ্গালীদের মধ্যে পুরি খুব জনপ্রিয় একটি জায়গা। এই আবহে দোলযাত্রার আগে হাওড়ার সঙ্গে জগন্নাথের ধামকে জুড়ে দেওয়ার পরিকল্পনা করছে ভারতীয় রেলওয়ে। এদিকে এখনি না হলেও শীঘ্রই হাওড়া থেকে রাচির উদ্দেশ্যেও বন্দে ভারত এক্সপ্রেস চলতে পারে বলে জানা গিয়েছে। দুরন্ত এক্সপ্রেসে করে পুরী যেতে সময় লাগে প্রায় ৮ ঘন্টা। এদিকে, শতাব্দি এক্সপ্রেসে গেলে ৭ ঘণ্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় পুরি।

সেই রুটে এবার চালু হতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। যদি এই রুটে বন্দে ভারতে এক্সপ্রেস যায় তাহলে হাওড়া থেকে পুরী যেতে ৭ ঘন্টার কিছু কম সময় লাগবে। এদিকে সাধারণ যে সকল ট্রেন হাওড়া থেকে অথবা শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে রওনা দেয় সে সমস্ত ট্রেনে অন্ততপক্ষে ১০ ঘন্টা সময় লাগে পুরী যেতে। তার থেকে অনেক কম সময়ের মধ্যে জগন্নাথ ধামে পৌঁছে যাওয়া যাবে এই বন্দে ভারতে এক্সপ্রেস ট্রেনের মাধ্যমে।

জানা যাচ্ছে, হাওড়া থেকে সকাল ৬:২০ নাগাদ রওনা দিয়ে এই ট্রেন ১২:১৫ নাগাদ পৌঁছাবে পুরি। মাত্র ৬ ঘণ্টার মধ্যেই এই ট্রেন পুরি চলে যাবে। অন্যদিকে, এই ট্রেন ১:৫০ মিনিটে পুরি থেকে হাওড়ার দিকে রওনা দেবে এবং হাওড়ায় পৌঁছাবে ৮:৩০ মিনিটে। বেশ কম সময়ের মধ্যেই আপনি পুরি গিয়ে ফিরে আসতে পারবেন সেই দিনেই। কিন্তু এবারে প্রশ্ন হলো, এই ট্রেনের ভাড়া কত হবে? রেল সূত্রে খবর, এসি চেয়ার কারের জন্য ভাড়া হবে ১,৫০০ টাকা এবং একজিকিউটিভ চেয়ার কারের জন্য ভাড়া হবে ২,৭০০ টাকার কাছাকাছি। তবে, এখনো এই ট্রেনের ভাড়া পুরোপুরি ঘোষণা করা হয়নি।