Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Hrithik-Saba: জমিয়ে প্রেম করছেন, সাবার সাথে লাঞ্চ ডেটে হাজির হৃত্বিক

Updated :  Saturday, February 26, 2022 8:41 AM

এই মুহূর্তে বলিউডের সবথেকে চর্চিত জুটি হলো হৃত্বিক ও সাবা। সম্প্রতি আবারো তাদের একসাথে দেখা গিয়েছে একটি রেস্তোরাঁয়। এই নিয়ে তৃতীয়বার একসাথে দেখা মিলল তাদের। সুজানের সাথে বিচ্ছেদ হওয়ার পর থেকেই সিঙ্গেল ছিলেন অভিনেতা। তবে এক রিপোর্ট অনুযায়ী বেশ কয়েক মাস ধরেই সম্পর্কে রয়েছেন এই দুই তারকা। বলিউডের অভিনেত্রী-গায়িকা সাবা আজাদের সাথে সম্প্রতি লাঞ্চ ডেটে গিয়েছিলেন বলিউডের ‘গ্রিক গড’। সেই ছবিই এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো ভাইরাল।

Hrithik-Saba: জমিয়ে প্রেম করছেন, সাবার সাথে লাঞ্চ ডেটে হাজির হৃত্বিক

সাবা আজাদ নাসিরউদ্দিন শাহের পুত্রের প্রাক্তন সহবাস সঙ্গী। তার আসল নাম সাবা সিং গ্রেওয়াল। ২০০৮ সালে বলিউডে ‘দিল কবাডি’ ছবির হাত ধরে ডেবিউ ঘটেছিল তার। এরপর ২০১১’তে ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ ছবিতে দেখা মিলেছিল সাবার। সম্প্রতি ২০২১’এ ‘ফিলস লাইক ইশক’ নামক ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছে তাকে। তিনি একাধারে একজন মডেল গায়িকা এবং অভিনেত্রী। আপাতত এনার সাথেই নাম জড়িয়েছে বলিউডের হার্টথ্রব হৃত্বিক রোশানের।

সম্প্রতি এই চর্চিত জুটি একটি দক্ষিণী রেস্তোরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন। কেরল কুইজিন খ্যাত এক রেস্তোরাঁ ‘নায়ার অন ফায়ার’এ হাজির হয়েছিলেন তারা। এই রেস্তোরাঁর দুই কর্ণধার সারা জেকব নায়ার এবং টোরাল সাংভির সাথে ছবিও তুলেছেন তারা। সেই ছবি এই রেস্তোরাঁর তরফ থেকেই শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তাদের রেস্তোরাঁর খাবার খেয়ে তারা বেশ খুশি হয়েছেন সে কথা সাবা ঐ রেস্তোরাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় মন্তব্য করে জানিয়েছেন।

Hrithik-Saba: জমিয়ে প্রেম করছেন, সাবার সাথে লাঞ্চ ডেটে হাজির হৃত্বিক

উল্লেখ্য এদিন অভিনেতাকে, একটি অফ হোয়াইট টি-শার্ট ও সাদা ট্রাউজারে দেখা গিয়েছে। অন্যদিকে সাবা আজাদের পরনে ছিল একটি সাদা স্লিভলেস ট্যাঙ্ক টপ ও সবুজ রঙের ওয়েস্টেড ট্রাউজার। বলাই বাহুল্য, দু’জনকেই একেবারে ক্যাজুয়াল পোশাকে দেখা গিয়েছিল এদিন। নিজেদের সম্পর্ক নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি এই দুই তারকা। পুরো বিষয়টাই গোপন রেখেছিলেন অভিনেতা। তবে তারকাদের জীবনে কোনকিছুই গোপন নয়। সম্প্রতি ভাইরাল হওয়া এই ছবি তাদের সম্পর্কের গুঞ্জনকে বাড়িয়ে দিয়েছে অনেকটাই।