Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

৯৮ কোটি টাকা দিয়ে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনলেন হৃতিক রোশন

Updated :  Tuesday, October 27, 2020 6:30 PM

বলিউডে যেমন আছে কেচ্ছা তেমন আছে টাকা। হাতে মুভি থাকুক বা না থাকুক টাকার অঙ্ক যেন দিন দিন বারতেই থাকে। তেমনই উদাহরণ হল হৃতিকের নতুন বিলাসবহুল ফ্ল্যাট। এই লক ডাউনের মধ্যেও কিনে ফেললেন দুটি বিলাসবহুল ফ্ল্যাট মুম্বইয়ের জুহু-ভারসোভা লিঙ্ক রোডে।

এই ফ্ল্যাট কিনতে হৃতিকের দাম পড়েছে সবমিলিয়ে ৯৭.৫০ কোটি টাকা। ৩৮ হাজার বর্গ ফুটের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে হৃতিকের জন্য প্রাইভেট লিফট এবং স্কাই টেরেস রয়েছে ৷ বিল্ডিংয়ের ১০টি পার্কিং স্লট শুধুমাত্র হৃতিকের জন্যই। অন্য কেউ এই পার্কিং স্লট ব্যবহার করতে পারবেন না।

মুম্বই মিররের সুত্র অনুযায়ী অ্যাপার্টমেন্টগুলি কিনতে হৃতিক ১.৯৫ কোটি টাকা স্ট্যাম্প ডিউটি হিসেবে দিয়েছেন। বাড়ির রেজিস্ট্রেশন ও বাকি ডিলগুলি একমাস আগেই করা হয়েছিল বলে জানা গিয়েছে মুম্বই মিররের খবর অনুযায়ী।