Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Hrithik-Farhan: নিজের বিয়েতে হৃত্বিকের সঙ্গে ‘সেনোরিটা’ গানে নাচলেন ফারহান আখতার, ভাইরাল ভিডিও

Updated :  Tuesday, February 22, 2022 9:48 AM

শনিবার ধর্মের ভেদাভেদ ভুলে একসাথে পথ চলার শপথ নিলেন ফারহান আখতার ও শিবানী ডান্ডেকর। তাদের বিয়ের ছবি এই মুহূর্তে ভাইরাল সোশ্যাল মিডিয়ার পাতায়। শপথ গ্রহণ করেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তারা। আর এদিন বিয়ের অনুষ্ঠানে নিজের দীর্ঘদিনের বন্ধু বলিউডের অন্যতম হ্যান্ডসাম অভিনেতা হৃত্বিক রোশনের সাথে ‘সেনোরিটা’ গানে পা মেলাতে দেখা গেল ফারহান আখতারকে। সম্প্রতি তাদের সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়।

জোয়া আখতার পরিচালিত ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবির জনপ্রিয় গান ‘সেনোরিটা’য় পর্দায় নাচতে দেখা গিয়েছিল ফারহান আখতার, হৃত্বিক রোশন ও অভয় দেওলকে। সেইসময় ছবির পাশাপাশি এই ছবির গানটিও রীতিমতো হিট করেছিল দর্শকদের মাঝে। সম্প্রতি সেই গানের হাত ধরেই দীর্ঘদিনের বন্ধু হৃত্বিক রোশনের সাথে স্মৃতিচারণ করেছেন। সেই পুরনো স্মৃতিকে উস্কে দিয়ে বিয়ের দিনেই বিয়ের মঞ্চে বন্ধুর সাথে গানের তালে পা মিলিয়েছেন অভিনেতা। তাদের নাচের ভিডিও রীতিমতো ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়, যা দেখে উচ্ছ্বসিত তাদের অগণিত অনুরাগীরাও।

এদিন কালো স্যুট-প্যান্টে দেখা গিয়েছে ফারহান আখতারকে। পাশাপাশি হৃত্বিক রোশনকে সাদা পাঞ্জাবি-পাজামা ও হালকা গোলাপি রঙের জহর কোটে দেখা গিয়েছে। এদিন এই পোশাকেই নাচতে দেখা গিয়েছে তাদের। বিয়ের দিন ফারহান আখতারের স্ত্রী শিবানী ডান্ডেকরকে লাল গাউনে দেখা গিয়েছে। উল্লেখ্য, বিয়ের অনুষ্ঠানে হৃত্বিক রোশনের সাথে উপস্থিত ছিলেন তার বাবা-মাও। এছাড়াও উপস্থিত ছিলেন বলিউড জগতের একাধিক তারকারা। রীতেশ সিদওয়ানি, ফারহানের বোন জোয়া আখতার, সস্ত্রীক আশুতোষ গোয়ারিকররা। শিবানী ডান্ডেকরের বোন অনুষা ডান্ডেকর, বন্ধু রিয়া চক্রবর্তী, অমৃতা অরোরার মতো একাধিক তারকার উপস্থিত ছিলেন এদিন।