সিবিএসই ও আইসিই-র পথেই হাঁটল রাজ্য সরকার। বাতিল করা হল উচ্চমাধ্যমিকের বাকি তিনটে পরীক্ষা। শুক্রবার শিক্ষামন্ত্রী পার্থ চট্ট্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন , জুলাই মাসের ২,৬ ও ৮ তারিখে যে তিনটি পরীক্ষা হবার কথা ছিল তা বাতিল করা হয়েছে। এই পরীক্ষাগুলি পরে কবে নেওয়া হবে? কিভাবে নেওয়া হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নিয়ে পরে ঘোষণা করা হবে বলে তিনি জানিয়েছেন।
এর পাশাপাশি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলি কিভাবে পরীক্ষা নেবে তা ইউজিসি সিদ্ধান্ত নেবে বলে তিনি জানিয়েছেন। আবার বেসরকারি স্কুলগুলির ফি বৃদ্ধি নিয়ে তিনি উষ্মা প্রকাশ করেছেন। এদিকে গতকাল সুপ্রিম কোর্টের নির্দেশের পর সিবিএসই ও আইসিই-র বাকি পরীক্ষাগুলি বাতিল করা হয়েছিল। রাজ্য এবার সেই সিদ্ধান্তই নিলো।














Ty Murray Net Worth Hits $6 Million — The Rodeo King’s Success Story Explained