Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ঘরে ঘুরছে শত শত কিং কোবরা সাপ, ফোঁস করতেই সপাটে চড় এক ব্যক্তির, দেখে অবাক ইন্টারনেট

Updated :  Wednesday, May 24, 2023 6:04 PM

সরীসৃপ প্রজাতির সাপকে দেখলে গা শিউরে ওঠে না, এমন মানুষের সংখ্যা হয়তো খুবই কম। সাধারণত সাপ জঙ্গলের মধ্যে বা কোনো ফাঁকা এলাকায় মাটির মধ্যে গর্ত করে থাকে। তবে উন্নতির যুগে আমরা ধীরে ধীরে জঙ্গল সাফ করে বাড়ি বানানোর কার্যে মেতে উঠেছি। তাই এখনকার দিনের মাঝে মাঝেই লোকালয় বিষধর বিভিন্ন সাপ চলে আসতে দেখা যায়। তারা গ্রামের দিকে মাটির বাড়ির আনাচে-কানাচে বা কোনো ঘুপসি জায়গায় লুকিয়ে থাকতে পছন্দ করে। এই প্রাণীটি এতই ভয়ঙ্কর যে মাত্র একবার দংশন করলে কোনো মানুষের প্রাণ কিছু সেকেন্ডের মধ্যে চলে যেতে পারে।

তাই মানুষ থেকে শুরু করে বিভিন্ন জন্তু-জানোয়ার এই সাপের থেকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলে। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝেই বিভিন্ন সাপের ভিডিও ভাইরাল হয়ে থাকে। আসলে এখনকার দিনে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম ব্যবহার করে থাকেন আট থেকে আশি সকলেই। তাই তো কোনো কিছু অবাক করা ঘটনা মুহূর্তের মধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আজকের এই প্রতিবেদনে এমনই এক ভাইরাল ভিডিও নিয়ে আপনাদের জানাবো।

ভাইরাল হওয়া ভিডিওতে এক আশ্চর্য ঘটনা দেখা গেছে যা দেখে চক্ষু চড়কগাছ হতে পারে আপনার। এই ভাইরাল ভিডিওটিতে দেখা গিয়েছে একটি ঘরে রয়েছে শত শত কিং কোবরা সাপ। তার মাঝেই এক ব্যক্তি ঘুরে বেড়াচ্ছেন। সে কোনো প্রটেক্তিভ গিয়ারও পরে নেই। এমনকি ওই ব্যক্তিকে দেখে কয়েকটি সাপ ফণা তুলেছিল। যেকোনো সাধারণ মানুষ এই দেখে ভয় পেয়ে যাবেন। কিন্তু ওই ব্যক্তির ভয় তো দূরের কথা, সে ওই সাপগুলিকে চড় মেরে সরিয়ে দেয়। ভাইরাল হওয়া ভিডিয়োটি ‘@Nico_Jovanovic’ নামে একটি অ্যাকাউন্টে থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত এই ভিডিয়োটিতে প্রচুর লাইক আর শেয়ার হয়েছে। শেয়ার হওয়ার পর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিও। সবাই ওই লোকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।