Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

সোফার নিচে সুড়ঙ্গপথ, সেই পথ ধরে চলত পরকীয়া! স্বামীর কাছে ধরা পরল হাতেনাতে স্ত্রী

মেক্সিকো: দেশ-বিদেশে এখন পরকীয়া যেন রোজনামচার ঘটনা হয়ে গিয়েছে। এমন একটি অবাক করা পরকীয়ার ঘটনা ঘটেছে মেক্সিকো শহরে, যেখানে বিবাহিতা প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য একটি সুড়ঙ্গ করে ফেলেছিলেন প্রেমিক।…

Avatar

মেক্সিকো: দেশ-বিদেশে এখন পরকীয়া যেন রোজনামচার ঘটনা হয়ে গিয়েছে। এমন একটি অবাক করা পরকীয়ার ঘটনা ঘটেছে মেক্সিকো শহরে, যেখানে বিবাহিতা প্রেমিকার সঙ্গে দেখা করার জন্য একটি সুড়ঙ্গ করে ফেলেছিলেন প্রেমিক। সেই সুড়ঙ্গপথ ধরেই বাড়ি থেকে সোজা প্রেমিকার ঘরে যাতায়াত চলত। এভাবেই ধীরে ধীরে দানা বাঁধে। পরকীয়া প্রেম কিন্তু হঠাৎ তাতে বাধ সাধে মহিলার স্বামী। হাতেনাতে স্ত্রীকে পরকীয়া করতে ধরে ফেলেন তিনি।

জানা গিয়েছে, মেক্সিকোর বাসিন্দা তিজুয়ানায় ভিলাস ডেল প্রাদো ওয়ানে নামে এক ব্যক্তি তার প্রেমিকার ঘরে পৌঁছে যাওয়ার জন্য নিজের বাড়ি থেকে একটি সুড়ঙ্গ করেছিলেন। তারপর সেই সুড়ঙ্গ দিয়ে পৌঁছে যেতেন প্রেমিকার কাছে। কিন্তু সন্দেহ হতে থাকে মহিলার স্বামী জর্জের। আর তাই একদিন অফিস থেকে তাড়াতাড়ি বাড়ি এসে হাতেনাতে নিজের স্ত্রীকে পরকীয়া করতে ধরে ফেলে স্বামী। শুধু তাই নয়, ঘরে ঢুকে মহিলার স্বামী অর্থাৎ জর্জ দেখেন যে, সোফার নিচে একটি আস্ত গর্ত খোঁড়া রয়েছে। সেই গর্ত শুধুই একটি গর্ত নয়। একটি আস্ত সুড়ঙ্গপথ। যার দৈর্ঘ্য এবং প্রস্থ এতটাই যে, সেই সুড়ঙ্গ ধরে স্ত্রীর প্রেমিকের বাড়ি পৌঁছে যাওয়া যায়। এরপর শুরু হয় ঝগড়াঝাটি এবং তারপর পুলিশি হস্তক্ষেপ ঘটে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

তবে এরপর ঘটনা কোন দিকে মোড় নিয়েছে, তা স্পষ্ট করে কিছু জানা যায়নি। অবশ্য এই সোফার নিচে থাকা বড় গর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এবং তা ভাইরাল হতে এতটুকু সময় নেয়নি। বিবাহ বহির্ভূত সম্পর্ক এখন নতুন কিছু নয়, যা দেশ বিদেশে পৃথিবীর যে কোনও প্রান্তে সারাদিনে একাধিক ঘটে চলেছে। তার একটি দৃষ্টান্ত হল এই ঘটনা।

About Author