‘আমি রাহুল গান্ধী, রাহুল সাভারকর নই’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করে মন্তব্য কংগ্রেসের প্রাক্তন সভাপতির
শনিবার নজিরবিহীন ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বাক্যবান ছুঁড়লেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। শুক্রবার ধর্ষণ সংক্রান্ত তাঁর করা মন্তব্যের প্রেক্ষিতে ক্ষমাপ্রার্থনার করতে চাপ দেয় শাসক পক্ষ। সেই প্রসঙ্গে এদিন প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে সাভারকরের প্রসঙ্গ টেনে আনেন তিনি।
দিল্লির রামলীলা ময়দানে ভারত বাঁচাও সভা থেকে বিজেপিকে আক্রমণ করে তিনি এদিন বলেন, ‘সত্য তুলে ধরার জন্য বিজেপি আমাকে ক্ষমাপ্রার্থনা করতে চাপ দিচ্ছে। আমি রাহুল সাভারকর নই, আমি রাহুল গান্ধী। আমি ক্ষমা চাইবো না। কংগ্রেসের পক্ষ থেকেও কেউ ক্ষমা চাইবে না।’
প্রসঙ্গত, লোকসভা ভোটের সময় থেকে সাভারকরকে নিয়ে বিজেপিকে বারবার আক্রমণ করে আসছেন রাহুল গান্ধী। তিনি অভিযোগ করেন, বিনায়ক দামোদর সাভারকর নিজের জেলবন্দি জীবন থেকে মুক্তি পেতে ব্রিটিশের কাছে ক্ষমাপ্রার্থনা করে মুচলেকা দিয়েছিলেন।
ঝাড়খণ্ডের ভোট প্রচারে গিয়ে রাহুল গান্ধী কেন্দ্রকে আক্রমণ করে বলেন, ‘প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়ার ডাক দিয়েছিলেন। কিন্তু কার্যক্ষেত্রে তা ‘রেপ ইন ইন্ডিয়া’তে পরিণত হয়েছে।’ এই প্রসঙ্গে তিনি আরও বলেন, নরেন্দ্র মোদীর বিধায়করা ধর্ষণের সাথে যুক্ত। এরপরই রাহুলের এই মন্তব্যের জন্য তাকে ক্ষমা চাইতে হবে বলে দাবি তোলেন বিজেপি নেতৃত্ব।