Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Nusrat Jahan: ‘তোমায় ভালোবাসা পাঠালাম’, কার জন্য এই বার্তা নুসরতের?

Updated :  Friday, July 23, 2021 10:18 PM

নুসরত জাহান টলিউড থেকে রাজনৈতিক মহলে বিতর্কিত নাম। সুন্দরী নিজস্ব জীবন নিয়ে চর্চার শেষ নেই টলিপাড়াতে। কয়েক মাস ধরে মিডিয়াকে এড়িয়ে কয়েকমাস ধরেই এড়িয়ে চলছেন অভিনেত্রী। তবে মিডিয়াতে স্পিকটি নট থাকলেও সোশ্যাল মিডিয়াতে বার বার নিজের “মনের মথা” নানান পোস্টে প্রকাশ পাচ্ছে। যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের প্রেম হোক কিংবা নিজের প্রথম অন্তঃসত্ত্বা, নিখিলের সঙ্গে বিয়ের বিতর্ক, ডিভোর্সের গুঞ্জন এই নিয়ে চলছে নানান গুঞ্জন। তবে এসবে মন না দিয়ে নিজের মতো করে ভালো আছেন নুসরত।

Nusrat Jahan: ‘তোমায় ভালোবাসা পাঠালাম’, কার জন্য এই বার্তা নুসরতের?

বৃহস্পতিবার ইনস্টাগ্রামে অভিনেত্রী তথা সাংসদ নুসরত ভালোবাসার বার্তা দিলেন। গাড়ির ভিতর বসে রয়েছেন নুসরত জাহান, পরনে হলুদ রঙের ঢিলেঢোলা পোশাক, খোলা চুল, আর নো-মেকআপ লুক। এইভাবে সেলফি ক্যামেরায় নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে বুমেরাং ভিডিয়ো বানালেন অভিনেত্রী। আর সেই ভিডিয়োর ক্যাপশনে লিথেছেন, ‘আমার তরফে ভালোবাসা পাঠালাম তোমায়’। পাশে একটি হৃদয়ের চিহ্নের ইমোজি জুড়ে দিয়েছেন নুসরত। 

Nusrat Jahan: ‘তোমায় ভালোবাসা পাঠালাম’, কার জন্য এই বার্তা নুসরতের?

নুসরত অবশ্য এই ভালোবাসা কার জন্য পাঠালেন তা কিন্তু তিনি জানাননি। অনেকে ভাবছে যশের জন্য কি এই ভালোবাসা নাকি নিজের আগত শিশুর জন্য এই ভালোবাসা নাকি নিজের অনুরাগীদের জন্য এই ভালোবাসাপাঠাচ্ছেন তা স্পষ্ট করে কিছু জানা যায়নি। এই উত্তর কেবল নুসরতই দিতে পারবেন। কিছুদিন আগে ছিল বখরি ঈদ। এই দিন হাতে রঙ তুলি তুলে নিলেন। এই রঙ তুলি দিয়ে সাদা ক্যানভাসে ভালোবাসার রঙ ভরে ছিলেন নুসরত। ইদের দিন ‘লাভ বার্ডস’দের ছবি এঁকে পোস্ট করেছিলেন ইনস্টাগ্রাম স্টোরিতে।

Nusrat Jahan: ‘তোমায় ভালোবাসা পাঠালাম’, কার জন্য এই বার্তা নুসরতের?

এই অন্তঃসত্ত্বা অবস্থাতে কাজ থেকে একেবারেই বিরতি নেননি। নিজেকে নানান কাজের মধ্যে ব্যস্ত রেখেছেন। কখনো ভোটের প্রচার তো কখনো বিজ্ঞাপনের কাজ করছে। এর মাঝেই আবার একই ছাদের নীচে থাকতে শুরু করেছেন যশরত। একসাথে ছবি না দিলেও যশের প্রিয় সারমেয় হ্যাপির সাথে নানান ছবি শেয়ার করেছেন। আর যশ ও নিজের গার্লফ্রেন্ডের যত্ন আর্তি নিচ্ছেন।