বিধানসভা নির্বাচনের জন্য একেবারে জোরকদমে প্রচারে নেমে পড়লেন তৃণমূলের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গতকাল পুরুলিয়া তে গিয়ে জোড়া সভা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ওই জেলাতেই ৩টি সভা করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকেই তিনি চ্যালেঞ্জ করে দিয়েছেন, বিজেপিকে যদি তিনি ১০-০ গোলে না হারাতে পারেন, তাহলে তিনি রাজনীতি ছেড়ে দেবেন। রাজ্যের ভোটের প্রচারে এসে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ অরাজকতা চলছে। বেআইনি অনুপ্রবেশকারী এখানে ঢুকে গরিবের রেশন ভোগ করছে।
পুরুলিয়ার মানবাজারের সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আক্রমণ করেছেন, অনুপ্রবেশকারী যদি বাংলায় ঢোকে তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স কি করছিল? সেটা তো আর মুখ্যমন্ত্রী নিয়ন্ত্রণ করেন না। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, তার আগে ওই পদে ছিলেন রাজনাথ সিং। যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে পদত্যাগ করা উচিত।
এছাড়াও বিজেপির উদ্দেশ্যে পরিসংখ্যান নিয়ে বিতর্ক আরো উস্কে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বলেছেন, তথ্য এবং পরিসংখ্যান যদি আপনারা বেছে নিতে চান নিতে পারেন, স্টেজ আপনার সঞ্চালক আপনার। এরপরেই অভিষেকের মুখে শোনা গেল তার ডায়ালগ, “আমি যদি বিজেপি কে ১০-০ বলে না হারাতে পারি তাহলে রাজনীতির আঙ্গিনায় আর পা রাখব না।
শুধুমাত্র তাই নয় আম্ফান ঝড়ের পাওয়া টাকা নিয়ে বারংবার দুর্নীতির অভিযোগ করা হয়েছে বিজেপির তরফ থেকে। অভিষেক বলছেন, এই টাকা বিজেপির হাত খরচ। এছাড়াও তৃণমূল সরকার কেন্দ্রের আয়ুষ্মান প্রকল্প কিভাবে বন্ধ করে রেখেছে রাজ্য সরকার,। অভিষেক বলছেন, যদি কোনভাবে কারো বাড়িতে চড়ায়,