নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর তাদের আসল লক্ষ্য কি, বারবার চোখে আঙ্গুল দিয়ে দেশের দেখিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার ভারতকে হিন্দু রাষ্ট্র গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা মূলত নীতিগত ভাবে সঙ্ঘ ‘এক দেশ, এক ভাষা, এক ঝান্ডা এবং এক হিন্দু রাষ্ট্র’ গড়ার পক্ষে।
কিন্তু তাদের এই ভাবনাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল এআইএমআইএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসি। তিনি সম্প্রতি মহারাষ্ট্রের থানে জেলার কল্যাণে এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন,‘ ভারত কোনও হিন্দু রাষ্ট্র নয় এবং কোনোভাবেই ভারতকে হিন্দু রাষ্ট্র করতে দেওয়া হবে না।’
কিছুদিন আগে আরএসএস প্রধান মোহন ভাগবত ভারতকে হিন্দু রাষ্ট্র হিসেবে নতুন করে গড়ে তোলার আশ্বাস দিয়েছিলেন। তাকে পাল্টা জবাব দিতেই ওয়াইসি এরূপ মন্তব্য করেছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।