Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

এবারে রায়দিঘি থেকে প্রতিদ্বন্দিতা করবো না, জানালেন দেবশ্রী, কারণ কি তবে শোভন ফ্যাক্টর?

Updated :  Thursday, February 25, 2021 11:59 PM

এখনো বিধানসভা নির্বাচনের টিকিট নিয়ে কোনো সমঝোতা হয়নি। আর তার আগেই সিদ্ধান্ত নিয়ে নিলেন তার পুরনো কেন্দ্র থেকে তিনি আর দাঁড়াবেন না। রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায় (Debasree Roy) টলিউড অভিনেত্রী এরকমটা এদিন জানালেন। তিনি আদতে রায়দিঘি আসনের দুবারের বিধায়ক। অথচ তিনি এমন কেন বলছেন?

জানা গিয়েছে ঘনিষ্ঠমহলে তিনি বলেছেন, “এবারে রায়দিঘি আসন থেকে আমি আর দাঁড়াতে চাই না। টোটো কেলেঙ্কারি নিয়ে অনেক অপবাদ সহ্য করতে হয়েছে। আমি এটা নিজের সিদ্ধান্ত নিয়েছি। দলকে সেটা জানিয়ে দেওয়া হবে। দলের কিছু লোকজন আমাকে টোটো কেলেঙ্কারি নিয়ে অপবাদ দিয়েছে। আমাকে হুমকি দেওয়া হচ্ছে।”

এই মন্তব্য সামনে আসার পর থেকেই অনেকে বলছেন এবার উনি টিকিট পাবেন না। কারণ তিনি দল থেকে লুকিয়ে বিজেপিতে যোগদান করতে গিয়েছিলেন। সেটা হয়নি এই কারণে তিনি ফেরত এসেছেন তৃণমূলে। পাশাপাশি দেবশ্রীর জয় লাভের কারণ ছিল তৎকালীন দক্ষিণ ২৪ পরগনার পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এরকমটা কিন্তু এবারে হবে না। এই কারণে তিনি বিকল্প পথ খুঁজছেন। তবে রায়দিঘি পরিবর্তে অন্য কোন কেন্দ্র তার পছন্দ? দেবশ্রী রায় বলেছেন, “সেটা এখনো ভেবে দেখা হয়নি। দলে আলোচনা হলে আমি ভেবে দেখব।”