Viral: স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথেই দুর্দান্ত নাচলেন এক আইএএস অফিসার, শেয়ার হতেই ভাইরাল

আইএএস অফিসাররা আইনি ব্যবস্থার শীর্ষে থাকেন। কর্মক্ষেত্রে তাদের ব্যস্ততা নিয়ে সবারই একটু আধটু ধারণা রয়েছে। তবে সম্প্রতি এক আইএএস অফিসারকে স্কুলের কিছু ছাত্র-ছাত্রীদের সাথে নাচতে দেখা গিয়েছে। স্কুল পড়ুয়াদের পাশাপাশি তিনিও যেন ফিরে গিয়েছিলেন তার ছেলেবেলায়। সম্প্রতি সেই ভিডিওটি এই মুহূর্তে নেটদুনিয়ার সেনসেশন হয়ে উঠেছে।

সোশ্যাল মিডিয়াতে প্রতি মুহূর্তে কিছু না কিছু ভাইরাল হচ্ছে। সেইসমস্ত ভাইরাল হওয়া ভিডিওগুলির মধ্যে কোনটি নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করে আবার কোনোটি নয়। তবে কনটেন্ট ভালো হোক কিংবা খারাপ তা যদি নেটনাগরিকদের মনোরঞ্জন করতে পারে তাহলেই তা ভাইরাল হতে বাধ্য। সম্প্রতি এক আইএএস অফিসার কয়েকজন স্কুলপড়ুয়ার সাথে ফিরে গেলেন নিজের শৈশবে।

এই আইএএস অফিসার কোয়াট্টামের চারুকলা উৎসবের প্রস্তুতির তদারকি করতে গিয়েছিলেন সেইসময়। তখনই তিনি দেখেছিলেন সামনের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের একদল ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কুলের কোন একটি অনুষ্ঠানের জন্য নাচের রিহার্সাল করছিলেন। তাদের দেখে তিনি নিজেকে সংযত করে রাখতে পারেননি। তিনিও তাদের সাথে একের পর এক গানের তালে তাল মিলিয়ে মন খুলে নাচতে থাকেন। তার সেই নাচের ভিডিও এখন নেটদুনিয়ায় রীতিমতো ভাইরাল। রইল সেই ভিডিও।

এই ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকেই নেটিজেনরা বেজায় পছন্দ করেছেন এটি। সকলেরই মন ছু্ঁয়ে গেছে ভিডিওটি। এই আইএএস ম্যাডামের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকল নেটনাগরিকরা। বলাই বাহুল্য, এই ভিডিওটি সম্প্রতি মন ছুঁয়ে গেছে সকলের।