বড় সিদ্ধান্ত আইসিআইসিআই ব্যাঙ্কের! আইসিআইসিআই ব্যাঙ্ক নিজেদের শাখা অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে৷ ব্যাঙ্ক সূত্রের খবর, ২০২০ সালের মার্চ মাসের মধ্যে সব মিলিয়ে ব্যাঙ্ক শাখা সংখ্যা ৫,৩০০ পৌঁছনোয় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ তাই দেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাঙ্ক আইসিআইসিআই ৪৫০টি নতুন শাখা খুলতে চলেছে।
তার দরুন নিজেদের নেটওয়ার্ক প্রায় ১০ শতাংশ বৃদ্ধি পাবে এই বেসরকারি ব্যাঙ্কের। নতুন শাখা খোলার ফলে কিছুটা হলেও কর্মসংস্থান বাড়বে। প্রত্যেক শাখায় প্রায় ৭-৮ কর্মী নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরফলে প্রায় ৩,৫০০ নতুন কর্মী নিয়োগ করা হবে৷