Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ICICI bank intererst rate: ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার বৃদ্ধি করলো ICICI ব্যাঙ্ক, সুবিধা পাবেন লক্ষ লক্ষ গ্রাহক

Updated :  Saturday, February 25, 2023 6:23 PM

ভারতের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক ICICI ব্যাঙ্ক এবারে তাদের সুদের হার বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের উপরে এই সুদের বৃদ্ধি অনেকটাই সাহায্য করবে এই ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডারদের। কয়েকজন অ্যাকাউন্ট হোল্ডারদের জন্যই এই সুদের হার বৃদ্ধির বিষয়টি নিয়ে এসেছে ব্যাংক। এই নতুন সুদের হার ২ কোটি টাকার বেশি ও ৫ কোটি টাকার কমের ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টের উপরে ধার্য্য হবে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের রেপো রেট বৃদ্ধি করার ঘোষণা করে দিয়েছে। এরপরই যারা ঋণ গ্রহণ করেছেন তাদের অসুবিধা বেড়েছে কারণ এই সিদ্ধান্তের পরে তাদের বেশি টাকা সুদ দিতে হবে। অন্যদিকে আবার FD এবং অন্যান্য ক্ষেত্রে বেশি সুদ দেওয়া হচ্ছে ব্যাংকের তরফে। ডিসেম্বর ২০২২ পর্যন্ত, ICICI ব্যাঙ্কের FD-তে ন্যূনতম সুদের হার ছিল ৩ শতাংশ। একই সময়ে, ২৩ ফেব্রুয়ারি ২০২৩-এ তা বেড়ে ৪.৭৫ শতাংশ হয়েছে।

ICICI ব্যাঙ্ক বিভিন্ন মেয়াদে ৩ কোটি টাকার বেশি এবং ৫ কোটি টাকার কম স্থায়ী আমানতের জন্য সুদের হার বাড়িয়েছে। ৭ থেকে ১৪ দিন মেয়াদী FD-এর সুদের হার ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৪.৭৫ শতাংশ করা হয়েছে। এই হার সাধারণ এবং প্রবীণ উভয় নাগরিকের জন্য। ১৫ দিন থেকে ২৯ দিনের FD-এর সুদের হার ৩ শতাংশ থেকে বেড়ে ৪.৭৫ শতাংশ হয়েছে। এই হার সাধারণ এবং প্রবীণ নাগরিকদের জন্যও একই। ৩০ দিন থেকে ৪৫ দিন মেয়াদী FD-এ, সুদের হার ৩.৫০ শতাংশ থেকে ৫.৫০ শতাংশে বৃদ্ধি করা হয়েছে।

ICICI ব্যাঙ্ক ৪৬ দিন থেকে ৬০ দিনের মেয়াদে FD-এ ৫.৭৫ শতাংশ সুদের হার দিচ্ছে। ২০২২ সালের ডিসেম্বরে, সাধারণের জন্য সুদের হার ছিল ৪ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য ৪.৫০ শতাংশ। ৬১ থেকে ৯০ দিনের মেয়াদের FD-এ ৬ শতাংশ সুদের হার রয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে, সাধারণ মানুষের জন্য সুদের হার ছিল ৪.৫০ শতাংশ এবং প্রবীণ নাগরিকদের জন্য, সুদের হার ছিল ৫ শতাংশ। ৯১ থেকে ১২০ দিনের মেয়াদের FD-এ ৬.৫০ শতাংশ সুদ পাওয়া যাচ্ছে। ১২১ দিন থেকে ১৫০ দিন মেয়াদে সুদের হারও ৬.৫০ শতাংশ।

১২১ দিন থেকে ১৫০ দিনের মেয়াদের FD-এ ৬.৫০ শতাংশ হারে সুদ পাওয়া যাচ্ছে। ১ বছর থেকে ৩৮৯ দিনের মধ্যে FD-এ ৭.১৫ শতাংশ সুদ পাওয়া যাবে। ১৮ মাসের বেশি এবং ২ বছরের কম মেয়াদের FD-তে সুদের হার ৭.১৫ শতাংশ।