নব্বইয়ের দশকে একটা সময় অত্যন্ত জনপ্রিয় ছিল রিয়ালিটি শো শক্তিমান। আবারো এই শো ফিরতে চলেছে ভারতীয় জনতার জন্য। নব্বইয়ের দশকের সকলের জন্যই এ বিষয়টি অত্যন্ত আকর্ষণীয়। একটা সময়ে শিশু-কিশোর থেকে শুরু করে অনেকের কাছেই শক্তিমান চরিত্রটি ছিল অমোঘ আকর্ষণে বাঁধা। ব্রুইং থটস প্রাইভেট লিমিটেড এবং মুকেশ খান্নার ভিশম ইন্টারন্যাশনাল এর যৌথ উদ্যোগে আরো একবার ফিরতে চলেছে শক্তিমান। তবে এক্ষেত্রে কিন্তু শক্তিমান টেলিভিশনে ফিরবে না, বড় দেশি সুপারহিরোকে নিয়ে তৈরি হবে সিনেমা। বৃহস্পতিবার সোনি পিকচার ইন্ডিয়ার টুইটার পেজ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করে দেওয়া হল এই নতুন সিনেমার।
ভারতীয় দূরদর্শন চ্যানেল একটা সময় প্রচারিত হতো এই শক্তিমান ধারাবাহিকটি। প্রতি রবিবার টিভির সামনে কচিকাচাদের ভিড় দেখা যেত এই শো দেখার জন্য। তাদের অভিভাবকরাও তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করতেন এই দেশী সুপারহিরোর নানা ধরনের কার্যকলাপ। ২৭ সেপ্টেম্বর ১৯৯৭ থেকে ২৭ মার্চ ২০০৫ পর্যন্ত ডিডি ন্যাশনাল চ্যানেলে এই ধারাবাহিক প্রচারিত হয়েছিল। পরবর্তীতে পোগো চ্যানেলের ইংরেজিতে, তরঙ্গ টিভিতে উড়িয়া এবং ছুট্টি টিভিতে তামিল ভাষায় সম্প্রচারিত হয় এই ধারাবাহিক।
শক্তিমান এমন একটি চরিত্র যার ব্যাপারে নতুন করে বলার মতো কিছু নেই। গঙ্গাধর নামের একজন সাধারন মানুষ যেখানে কাজ করে সংবাদপত্রের অফিসে। তবে সাধারনকে বাঁচাতে গঙ্গাধর ফিরে যায় নিজের পুরনো রূপে। আসলে এই গঙ্গাধরই হল শক্তিমান। সমস্ত ধরনের বিপদের মোকাবিলা করে সকলকে বাঁচিয়ে আনে শক্তিমান। কিন্তু তারপরে ধীরে ধীরে এই ধারাবাহিকের জনপ্রিয়তা কমতে থাকে এবং পরবর্তীতে এই ধারাবাহিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন চ্যানেল কর্তারা।
সেই নব্বইয়ের নস্টালজিয়া আবারো ফিরে আসতে চলেছে রুপোলি পর্দার হাত ধরে। ভারতের সবথেকে চর্চিত সুপারম্যান শক্তিমানের সিনেমা বানানোর সমস্ত স্বত্ব কিনে নিয়েছে সোনি পিকচার্স লিমিটেড। এই প্রোজেক্টে ট্রিলজি তৈরি করতে চলেছে তারা। এই ছবিতে শক্তিমান চরিত্রে আমরা দেখতে পাব বলিউডের একেবারে প্রথম সারির একজন সুপারস্টারকে। পরিচালক হিসেবেও থাকবেন একজন জনপ্রিয় মুখ। তবে ওটিটি নাকি প্রেক্ষাগৃহে রিলিজ হবে এই সিনেমা, সেই নিয়ে এখনো পর্যন্ত সোনি পিকচার্স লিমিটেডের তরফ থেকে কিছু জানানো হয়নি।