দেশনিউজ

ICU রুম বন্ধ, সময়মতো চিকিৎসা না হওয়ায় মৃত্যু এক মহিলার

Advertisement

২১ দিনের লকডাউনে এমনিতেই সমস্যায় গোটা দেশের মানুষ। এরই মাঝে নার্সিংহোমের অবহেলায় মৃত্যুর অভিযোগ উঠলো মধ্যপ্রদেশে। জানা গেছে ৫৫ বছরের এক মহিলা উজ্জয়নের একটি নার্সিংহোমে শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য যান। কিন্তু ওখানকার স্বাস্থ্যকর্মীরা আইসিইউ রুমের চাবি হারিয়ে ফেলেন। যদিও কোনওক্রমে তালা ভেঙে সেই মহিলাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। চিকিৎসার অভাবে মৃত্যু হয় ওই মহিলার।

মহিলার পরিবারের তরফে জানানো হয়েছে, শহরের একটি জেলা হাসপাতালে বৃহস্পতিবার ভর্তি করা হয়েছিল তাকে কিন্তু তার পরিস্থিতির অবনতির ফলে তাকে মাধব নগর এলাকার অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয় যেটি উজ্জয়নের বিশেষ করোনা কেয়ার হাসপাতাল। করোনা আক্রান্ত সন্দেহে তার নমুনা পরীক্ষা করতেও পাঠানো হয় যদিও তার রিপোর্ট আসা বাকি। এরপর পরিস্থিতি আরও খারাপ হলে শনিবার তাকে নিয়ে যাওয়া হয় ওই নার্সিংহোমে।

এই বিষয়ে শহরের মুখ্য স্বাস্থ্যকর্তা অনুসূয়া গাউলি বলেন যে, “একাধিক সমস্যা নিয়ে ওই মহিলা ভর্তি হয়েছিলেন। যার মধ্যে ছিল হাইপার টেনশন ও ডায়বেটিসের মতো সমস্যা। তাকে মেডিক্যাল কলেজে রেফার করা হয়। এছাড়া আমাদের স্বাস্থ্যকর্মীরা তার নমুনা সংগ্রহ করেছেন। এই মৃত্যুর যথাযথ তদন্ত শুরু করা হয়েছে।”

শুধু নার্সিংহোমই নয়, এই ঘটনার পরে মাধবনগর হাসপাতালের দুই চিকিৎসককেও বরখাস্ত করা হয় কারণ মহিলাকে নার্সিংহোমে স্থানান্তরিত করার সময় দেওয়া হয়নি কোনো ভেন্টিলেটর। সকলের গাফিলতিতেই মৃত্যু হয়েছে বলে অভিযোগ তার পরিবারের।

Related Articles

Back to top button