দীপাবলীর আগে ভারতীয়দের জন্য রয়েছে নতুন খবর। অমৃত মহোৎসব আমানত এবারে নতুন ফেসটিভ অফার চালু করে দিল ভারতের অন্যতম বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংক আইডিবিআই ব্যাঙ্ক। সীমিত সময়ের অফার হিসেবে ৫৫৫ দিনের আমানতে ৬.৯০% সর্বোচ্চ সুদের হার ঘোষণা করেছে আইডিবিআই ব্যাঙ্ক। মেয়াদী আমানতের উপরেও সুদের হার বৃদ্ধি করেছে এই ব্যাংক। ২১ অক্টোবর ২০২২ থেকে এই নতুন সুদের হার এবং নতুন আমানত কার্যকরী হবে বলে জানানো হয়েছে আইডিবিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফ থেকে।
এক বছরে ডিপোজিটের সুদের হার ৬.৭৫% পর্যন্ত বাড়ানো হয়েছে। অন্যদিকে দুই বছরের ক্ষেত্রে সর্বোচ্চ ৬.৮৫% সুদ দেওয়া হচ্ছে আইডিবিআই ব্যাংকের তরফ থেকে। এছাড়াও সম্প্রতি বেশ কিছু ব্যাংক যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক তাদের মেয়াদী আমানতের সুদের হার বৃদ্ধি করেছে।
আইডিবিআই ব্যাঙ্কের ৪৫.৪৮% শেয়ার সরকারি মালিকানাধীন রয়েছে। অন্যদিকে, ৪৯.২৪% লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার অধীনে। চলতি মাসের শুরুতে আইডিবিআই ব্যাঙ্কের ৬০.৭২% শেয়ারের জন্য বিডের আমন্ত্রণ জানিয়েছিল ব্যাংক। ২০২১-২২ সালের কেন্দ্রীয় বাজেটের আইডিবিআই ব্যাংকের বেসরকারিকরণের ঘোষণা করা হয়। পরবর্তীতে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা ২০২১ সালের মে মাসে তাতে ছাড়পত্র দেয়।














Spice Girls Reunite to Celebrate Emma Bunton’s 50th Birthday in the English Countryside